পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োবিংশ অধ্যায় বৈকুণ্ঠ-বিজয় ংসারার্ণব-তরণীস্বরূপ আচাৰ্য্য শ্ৰীমধব ভগবদিচ্ছায় ভুবনমঙ্গলের জন্ত জগতে অবতীর্ণ হইয়াছিলেন । তিনি যে জন্ত জগতে আসিয়াছিলেন, সেই কাৰ্য্য পরিপূর্ণ হইয়াছে—মায়াবাদ অন্ধকার বিনাশ করিয়া শ্ৰীমন্মধব তথায় তত্ত্ববাদের দিব্য আলোক অবতরণ করাইয়াছেন। জৈন, বৌদ্ধ, হৈতুক, কেবলাদ্বৈতবাদী প্রভৃতি বেদবিদ্বেষিগণকে দলন করিয়াছেন, পাষণ্ডদলনের সঙ্গে সঙ্গে সজ্জনগণকে শুদ্ধভক্তি দান করিয়াছেন, ঐশ্বৰ্য্যমুগ্ধ অজ্ঞ ব্যক্তিগণের নিকট ঐশ্বৰ্য্য বিস্তার করিয়া নিজপাদপদ্ম-মহিমা প্রকাশ করিয়াছেন, বহু লুপ্ত বেদশাখ ও শ্রুতিমন্ত্রসমূহ উদ্ধার করিয়া ভক্তির নিত্যত্ব স্থাপন করিয়াছেন, ব্রহ্মস্থত্র-ভাষী, গীতা-ভাষী, শ্রীতি-ভাষ্য প্রভূতি রচনা করিয়া নির্বিশেষ মতবাদকে বিধ্বস্ত করিয়াছেন, শুদ্ধ দ্বৈতবাদ সংস্থাপন করিয়া অচিন্ত্যভেদাভেদ সিদ্ধান্তের ভিত্তি পত্তন করিয়াছেন, বৈষ্ণবসমাজে বৈষ্ণবস্মৃতির ব্যবহার প্রচলন করিয়াছেন, শ্ৰীমদ্ভাগবত ও মহাভারতের তাৎপৰ্য্য রচনা করিয়া অশেষ লোককল্যাণ ও সনাতন ভাগবতধৰ্ম্মের সংরক্ষণ করিয়াছেন, আমায়-পরম্পরার নিত্যত্ব ও বৈষ্ণবদেবার মহত্ব প্রচার করিয়াছেন, শ্ৰীমূৰ্ত্তিপূজাপ্রচার, শাস্ত্রগ্রন্থপ্রচার, পরিব্রাঞ্জকরীপে দেশে দেশে ভক্তিসিদ্ধান্ত-প্রচার ও সম্প্রদায়-রক্ষার যাবতীয় কাৰ্য্য সমাধা করিয়াছেন, অতএব শ্ৰীমধব তাহার বৈকুণ্ঠ-বিজয়ের দুষ্টদলন, শিষ্টতোষণ ও ভুবনমঙ্গল-বিধানান্তে আচাৰ্য্যের বৈকুণ্ঠবিজয় [ Sст ||