পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচাৰ্য্য মধব সময় উপস্থিত দেখিয়া নিজশিষ্য পদ্মনাভতীর্থের উপর দ্বৈতসিদ্ধান্ত প্রচারের ভার প্রদানপূর্বক তাহাকে তদধস্তন আচাৰ্য্যপদে অভিষিক্ত করিলেন। শ্ৰীপদ্মনাভতীর্থ, নৃহরিতীর্থ ও মাধবতীর্থ— too. o: এই তিনজনই শ্ৰীমন্মধবাচার্য্যের সাক্ষাৎ শিষ্ণু এবং na, a. a... তিনজনই আচাৰ্যোপযোগী সৰ্ব্বগুণে বিভূষিত ছিলেন। আers sap কিন্তু সম্প্রদায়-রক্ষার জন্ত প্রথমে শ্ৰীপদ্মনাভ, পরে ক্রমে আচাধের কাধ ক্ৰন্থহরি ও পরে শ্ৰীমাধবতীর্থ মাধব-সম্প্রদায়ের আচার্য্যের কার্য্য করেন । শ্ৰীপদ্মনাভ ১১২ • শকাবীয়, ঐনরহরি ১১২৭ শকাদায় ও শ্ৰীমাধব ১১৩৬ শকাব্দায় যথাক্রমে আচার্য্যাসনে উপবেশন করিয়াছিলেন। অশীতিবর্ষ বয়ঃক্রমকালে শ্ৰীশ্ৰীআনন্দতীর্থ মধবমুনি মাঘী শুক্ল নবমী তিথিতে শিষ্যগণের শ্ৰীমন্মধেবর ঐতরেয় নিকট ঐতরেয় উপনিষদের ভাষ্য ব্যাখ্যা করিতে ভাস্ক ব্যাখ্যা করিতে করিতে নিত্যলীলায় প্রবেশ থন শ্রী ৰুরিতে নিত্যলীলা- ' ' ' . 하 - বেশ করেন । য মধব প্রবেশ পাদ বৈকুণ্ঠবিজয়লীলা প্রকাশ করিলেন, তখন দেবতাগণও আচার্য্যের স্তব করিয়াছিলেন । শিষ্যগণ শ্ৰীমধবাচাৰ্য্যকে স্তব করিতে করিতে বলিলেন,— * “হে গুরুদেব, আপনি আপনার বাণীকৃতাস্তের দ্বারা অসৎ শাস্ত্রের নাগপাশসমূহ ছেদন করিয়াছেন । আপনার বাণী নিরস্তর পাষণ্ডদলন ও বিষ্ণুভক্তিপ্রচারণকাৰ্য্যে নিযুক্ত হইয়াছে। আপনি সদগুণের দ্বারা 鄧 চতুর্দশভুবন জয় করিয়াছেন । আমাদিগকে শিষ্যগণের শ্ৰীমন্মধব- আপনার পাদপদ্ম-ভেলায় আশ্রয় প্রদান করুন । বিজয়ন্তুতি হে প্ৰাণেশ্বর, আপনি প্রণতগণকে তত্ত্বজ্ঞান প্রদানের জন্ত ভূতলে অবতীর্ণ হইয়াছিলেন। হে স্বামিন । রামপ্রিয়তম [ set ]