পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায় মধ্যগেহভট্ট উড় পীক্ষেত্র হইতে সাত মাইল পূৰ্ব্ব-দক্ষিণ-কোণে পাপনাশিনী নদীর তটে বিমানগিরি” নামক একটী উচ্চ পৰ্ব্বত বিরাজিত । পুরাকালে শ্ৰীপরশুরাম শিলাখণ্ড ভেদ করিয়া সেই পৰ্ব্বতের চতুষ্পাশ্বে পরশুতীর্থ, ধমুস্তীর্থ, বাণতীর্থ ও গদতিীর্থ নামক কুণ্ড-চতুষ্টয় নিৰ্ম্মাণ করিয়াছিলেন । বিমানগিরির শিখর-প্রদেশে শ্রীপরশুরাম-স্থাপিত যোগমায়া একটা বৃহৎ মন্দিরাভ্য স্তরে বিরাজমান থাকিয় বৈষ্ণব-ব্রাহ্মণগণের দ্বারা নিত্য সম্পূজিত হইতেছেন । বিমান-গিরি হইতে প্রায় এক মাইল পূৰ্ব্বদিকে পরশুরাম-স্থাপিত তীর্থ-চতুষ্টয়ের অন্যতম ধনুত্তীর্থ বিরাজিত। সেই ধনুন্তীর্থের সন্নিহিত প্রদেশষ্ট পাজ কাক্ষেত্র’ নামে প্রসিদ্ধ । বর্তমানকালে কেহ কেহ পাজক।” শব্দের এইরূপ যোগ নির্দেশ করিয়া থাকেন। পাতি ইতি প’, ন জায়তে ইতি ‘অজ’, পশ্চাদে অজশ্চেতি পাজঃ, পাজাৎ কং ( জলং ) যস্মিন তং পাজকম্ অর্থাৎ উৎপত্তি-রহিত পরশুরাম-বিষ্ণুদ্বারা যে ক্ষেত্রে জল অর্থাৎ ধনুষ্ঠীর্থাদির প্রকাশ হইয়াছে, তাহারই নাম পাজকাক্ষেত্র । এই পাজকাক্ষেত্র পাপনাশিনী নদীর তীরে অবস্থিত । এই পাজকাক্ষেত্রে মধ্যগেহ-কুলোৎপন্ন বেদবেদাঙ্গকুশল, সদাচাররত জনৈক নিঃস্ব ব্রাহ্মণ বাস করিতেন । পুরাকালে রামভোজ নৃপতি অহিছত্র প্রদেশ হইতে যে বিংশত্যুত্তরশত স্বকুটুম্ব-ব্রাহ্মণকে পরশুরামক্ষেত্রে অনিয়ন করিয়াছিলেন, সেই সকল ব্রাহ্মণ তথায় আগমন করিয়া পাজকাক্ষেত্র