পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচাৰ্য্য মধব জপক্রম, তৰ্পণবিধি, হোমবিধি, কলস-প্রতিষ্ঠাবিধি এবং মন্ত্রসমূহের সৰ্ব্ববিধ পাপরোগাদি-পরিহারকত্বরূপ মাহাত্ম্য বণিত হইয়াছে। ৩৩। সদাচার-স্মৃতি—এই গ্রন্থে এক ব্রাহ্মমুহূৰ্ত্ত হইতে আরম্ভ করিয়া অপর দিনের তৎকাল-পৰ্য্যস্ত চতুরাশ্রমী ব্রাহ্মণগণের নিত্য-কৰ্ত্তব্যকৰ্ম্ম বিস্তৃতভাবে বর্ণিত এবং সন্ধ্যাবননাদিকালে পাঠ্য বেদমন্ত্রসমূহ সুচিত হইয়াছে। আর ব্রহ্মযজ্ঞ বৈশ্বদেবক্রিয়াদির বিধি ও চতুরাশ্রমিগণের আচারভেদও কথিত হইয়াছে। এই গ্রন্থ শ্রীবিশ্ববৈষ্ণবরাজ-সভা হইতে বঙ্গানুবাদসহ প্রকাশিত হইয়াছে । ৩৪। শ্ৰীমদ্ভাগবত-তাৎপৰ্য্য—ইহ সংক্ষেপে শ্ৰীমদ্ভাগবতের ব্যাখ্যা। যে স্থলে আপাততঃ পূৰ্ব্বাপর-বিরোধ দৃষ্ট হয়, তাহার পরিহার, তথা অভেদপররূপে প্রতীয়মান বাক্যসমুহের ভেদপর ব্যাখ্যান,ভাগবতোক্ত কঠিন শব্দসমূহের সঙ্গত অর্থ বর্ণনপূর্বক তদবিষয়ে প্রমাণ-নির্দেশ এবং ভূতগণের স্বষ্টি-প্রলয়াদির ক্রম এই গ্রন্থে প্রদর্শিত হইয়াছে । এই গ্রন্থটি মাধবশাস্ত্রগত প্রমেয় বস্তুসমূহের কোষাগার-স্বরূপ। ঐবিশ্ববৈষ্ণবরাজ-সভা হইতে প্রকাশিত সাম্বয় সামুবাদ সমগ্র শ্রীমদ্ভাগবতের মধ্যে এহ ভাষাটিও বঙ্গাক্ষরে প্রকাশিত হইয়াছে। ৩৫। শ্ৰীমন্মহাভারত-তাৎপৰ্য্য-নির্ণয়—এই গ্রন্থে জীবগণের স্বষ্টিক্রম, দেবতাগণের তারতম্য, ভগবানের অবতারগণের সংক্ষেপে স্বরূপ-নির্দেশ, স্বষ্টি-স্থিতি-প্রলয় ও মুক্তিপ্রদানের ক্রম, বিষ্ণুর সৰ্ব্বশ্রেষ্ঠত্বে প্রমাণ, দেবগণের মধ্যে চতুর্মুখ ও বায়ুর প্রাধান্ত, ভরতবংশে ভীমসেনের জ্ঞান ও বলদ্বারা সৰ্ব্বাপেক্ষা শ্রেষ্ঠত্ব, বায়ুর মাহাত্ম্য, মহাভারতে বিরুদ্ধরূপে শ্রত শ্লোকসমুহের উল্লেখ ও বিরোধ-পরিহারনীতি, মৎস্তাদি পরশুরাম পর্যন্ত বিষ্ণবতারগণের সংক্ষেপে বর্ণন, ঐরামচন্দ্রাবতারে & [ ১৭২ ]