পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্বিবংশ অধ্যায়—শ্ৰীমধবাচাৰ্য্যকৃত গ্রন্থাবলী অবতীর্ণ কপিগণের স্বরূপ-কথন, ঐরামাবতারের বিস্তৃত-বৰ্ণন, ব্যাসীবতারের কারণ-কথন, ব্যাসাবতার বর্ণন, বেদবিভাগ, চন্দ্রবংশ-বর্ণন, যদুবংশ-বর্ণন, পুরুবংশ-বর্ণন, ভীষ্মোৎপত্তি-কথা, ধৃতরাষ্ট্রাদির উৎপত্তি, কর্ণোৎপত্তি, পাণ্ডবাবতার-বর্ণন. বসুদেবাদি-কথা, শ্ৰীকৃষ্ণ-বলদেবাবতারকথা, মহাভারত-গত প্রধান পুরুষগণের নিজস্বরূপাবেশাদি বর্ণন, গোকুলে ও বৃন্দাবনে কৃষ্ণলীলা, দৈত্যবধ, কংসবধ, যাদবগণের তুষ্টিজনন, জরাসন্ধযুদ্ধ, পাণ্ডব-কথা, দ্রৌপদী স্বয়ংবর-বৃত্ত, ইন্দ্রপ্রস্থে রাজ্যাধিকার, দ্বারকনিৰ্ম্মাণ, রুক্সিণ্যাদি-পরিণয়. বিরাটু-পৰ্ব্বকথা, ভারত-যুদ্ধ-বৰ্ণন, যুধিষ্ঠিররাজ্য-প্রাপ্তি, অশ্বমেধ-যজ্ঞ, যাদব-শাপ, যাদবগণের তিরোধান, লোকদৃষ্টিতে শ্ৰীকৃষ্ণলীলার বিরাম, পাণ্ডবগণের স্বর্গারোহণ, বুদ্ধাবতার-কথা, কল্কিরূপ-বর্ণন, মধবাবতার-কথন,—এই সমুদয় সবিস্তর বর্ণিত হইয়াছে। ৩৬। যতি-প্রণবকল্প—এই গ্রন্থে সন্ন্যাস-গ্ৰহণবিধি, মন্ত্রোপদেশবিধি, শিষ্য-শিক্ষাবিধি, যতিগণের আচার, মন্ত্রজপের সংখ্যা-নির্দেশ এবং অন্ত মন্ত্রসমূহের জপক্রম বর্ণিত হইয়াছে। ৩৭। জয়ন্তী-নির্ণয়—ভাদ্রমাসে শ্ৰীকৃষ্ণজন্মাষ্টমীর দিন-নির্দেশ, র্তাহার অবতার-সময়ে কৰ্ত্তব্য পূজাবিধি, প্রাতঃকাল হইতে কৰ্ত্তব্য. কৰ্ম্মসমূহের নিয়ম, বিশেষতঃ পঠনীয় মন্ত্রসমূহ, শ্ৰীকৃষ্ণাবতরণকালে পূজনীয় দেবতাগণ, অৰ্ঘ্যদান-মন্ত্র, চন্দ্রপূজা, চন্দ্রার্থ দান, নিদ্রাবিধি, পরদিবসীয় কৰ্ত্তব্যবিধি এবং পারণবিধি প্রভৃতি এই গ্রন্থে বর্ণিত হইয়াছে। ৩৮। শ্ৰীকৃষ্ণ-স্ততি- শ্ৰীমধবাচাৰ্য্য শ্ৰীকৃষ্ণের প্রেরণায় তৎপ্রীতির জন্ত সৰ্ব্বশাস্ত্রের অর্থ নির্দেশক গ্রন্থসমূহ রচনাপূর্বক পরিশেষে তৎসমুদয় শ্ৰীকৃষ্ণে সমর্পণ করিয়া শ্ৰীকৃষ্ণের বিচিত্র গুণসমূহের স্মরণ-সহকারে এই গ্রন্থে স্তুতি করিয়াছেন ।