পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য্য মধ্ব মধ্বশিষ্ট , ১১। বিদ্যামুৰ্ত্তি, ১২। শ্ৰীনিধি, ১৩। বিদ্যেশ, ১৪ ৷ শ্ৰীবল্লভ, ১৫ । জগদ্ভূষণ, ১৬ । রামচন্দ্র ১৭। বিদ্যানিধি, ১৮ । রাঘবেন্দ্র, ১৯। রঘুনন্দন, ২• । বিদ্যাপতি, ২১ । রঘুপতি, ২২ । রঘুনাথ, ২৩। রঘুত্তম, ১৪ । রামভদ্র, ২৫ । রঘুবৰ্য্য, ২৬। রঘুপুঙ্গব, ২৭। রঘুবর, ২৮ । রঘুপ্রবীর, ২৯ । রঘুভূষণ, ৩• । রঘুরত্ব, ৩১। রঘুপ্রিয়, ৩২। রঘুমান্ত ( বর্তমানে পলমার মঠের অধিপ ) । ১• । শ্ৰীনরহরিতীর্থ ( শ্ৰীঅদমার মঠের মূল মঠাধীশ ও সাক্ষাৎ মধব-শিষ্ণু ), ১১ । কমলেক্ষণ, ১২ । রামচন্দ্র, ১৩ । বিদ্যাধীশ, ১৪ । বিশ্বপতি, ১৫ । বিশ্বেশ, ১৬ । বেদনিধি, ১৭ । বেদরাজ, ১৮ । বিদ্যামূৰ্ত্তি, ১৯ ! বৈকুণ্ঠরাজ, ২০ । বিশ্বরাজ, ২১ । বেদগৰ্ভ, ২২ । হিরণ্যগৰ্ভ, ২৩ । বিশ্বাধীশ, ২৪ । বাদীন্দ্র, ২৫ । বিদ্যাপতি, ২৬ । বিবুধপতি, ২৭ । বেদবল্লভ, ২৮ । বেদবন্দ্য, ২৯ । বিদ্যেশ, ৩০ । বিবুধবল্লভ, ৩১ । বিবুধবন্দ্য, ৩২ ৷ বিবুধবৰ্য্য, ৩৩। বিবুধেন্দ্র, ৩৪ । বিবুধাধিরাজ, ৩৫ ৷ বিবুধপ্রিয়তীর্থ ( ইনি বৰ্ত্তমানে অদমার মঠের মূল মঠাধিপ এবং বর্তমানে উড পীস্থ মঠাধীশগণের মধ্যে বিশেষ পণ্ডিত ) ৷ * ১• । শ্ৰীজনাৰ্দনতীর্থ ( কৃষ্ণাপুর মঠের মূল মঠাধীশ ও সাক্ষাৎ মধ্বশিষ্য), ১১ , শ্ৰীবৎসাঙ্ক, ১২ । বাগীশ, ১৩। লোকেশ, ১৪ । লোকনাথ, ১৫ । বিদ্যারাজ, ১৬ । বিশ্বাধিরাজ, ১৭ । বিশ্বাধীশ ১৮ । বিশ্বেশ, ১৯ । বিশ্ববন্দ্য, ২০ । বিশ্বরাজ, ২১ । ধরণীধর, ২২। ধরাধর, ২৩ । প্রজ্ঞান, ২৪ । তপস্তীর্থ, ২৫ । সুরেশ্বর, ' ২৬। সুরেশ, ২৭ । বিশ্বপুঙ্গব, ২৮ । বিশ্ববল্লভ, ২৯ । বিশ্বভূষণ, [ ४१७ ]