পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষড়বিংশ অধ্যায় দাসকুট ও ব্যাসকুট শ্ৰীমন্মধবাচাৰ্য্য জগতে বিষ্ণু-বিরোধি-মতবাদসমূহ নিরীকরণ-কল্পে শুদ্ধৰৈতমত-প্রতিষ্ঠাপক সকল গ্রন্থ নিৰ্ম্মাণ করিয়াছিলেন, তৎপরেও তাহার শিষ্যপরম্পরা শ্ৰীবিষ্ণুর সর্বশ্রেষ্ঠতা-প্রতিপাদক এবং মায়াবাদাদিঅপবাদ-নিরাসক বহু গ্রন্থাদি প্রকাশ করিয়াছেন । সৰ্ব্বসাধারণে ঐ সকল গ্রন্থ প্রচারিত না থাকিলেও এবং সমস্ত গ্রন্থাদি মুদ্রিত না হইলেও তত্ত্ববাদিসম্প্রদায়ের পণ্ডিতমণ্ডলীর মধ্যে ঐ সকল গ্রন্থাদির পঠন-পাঠন আছে । তত্ত্ববাদি-সম্প্রদায়ের ঐকাস্তিকগণ অঙ্গ সম্প্রদায়ের গ্রন্থাদি আলোচনাকে বিশেষ আদর করেন না এবং তাঁহাদের স্ব-সম্প্রদায়স্থ ব্যক্তি ব্যতীত অপর লোকের নিকটও নিজ সম্প্রদায়ের কোন কথা প্রচার করিতে ইচ্ছুক নহেন । • ক্রমধ্ব-সম্প্রদায়ের মধ্যে পরবৰ্ত্তিকালে ‘দাসকুট ও ব্যাসকুট নামে দুইটি বিভাগ পরিলক্ষিত হয়। যাহারা সংস্কৃত-শাস্ত্রাদি আলোচনা wo অপেক্ষা কীৰ্ত্তন-ভজনাদির প্রতি অধিক রুচিবিশিষ্ট, দাসকুট ও ব্যাসকুট ~کی حے -س $o র্তাহারা সাধারণতঃ ‘দাসকুট সম্প্রদায়ের অন্তর্গত বলিয়া বিবেচিত। দাসকুটগণকে অপর ভাষায় ‘ভজনানন্দী বলা যাইতে পারে। দাসকুট-সম্প্রদায়স্থ ব্যক্তিগণ যে শাস্ত্রাদিতে অজ্ঞ, তাহ নহে ; তাহারা তাহদের সাম্প্রদায়িক শাস্ত্র-সিদ্ধান্ত অবগত হইয়াও [ ১৮১ ] o তত্ত্ববাদি-দম্প্রদায়ের সম্প্রদায়-নিষ্ঠ।