পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য্য মধব ভজনাদিতেই বিশেষ রুচি-বিশিষ্ট । দাসকুট-সম্প্রদায়েরও বহু গ্রন্থাদি আছে, তবে সেই সকল গ্রন্থাদি র্তাহীদের মাতৃভাষায় লিখিত অর্থাৎ দাসকুটসম্প্রদায়ের গ্রন্থগুলি কনড় ভাষায় রচিত এবং অধিকাংশই পদ্যাত্মক ৷ শ্ৰীকনক দাস প্রভৃতি মধ্ব-সম্প্রদায়স্থ বহুসন্মানিত ব্যক্তি এই দাসকুট-সম্প্রদায়ের অন্তর্গত বলিয়া প্রসিদ্ধ। আবার ব্যাসকুট-সম্প্রদায়স্থ অনেক ব্যক্তিও কনড়-ভাষায় বহু গ্রন্থাদি লিখিয়াছেন। যেমন—বাদিরাজ স্বামী ব্যাসকূটসম্প্রদায়ের বিশিষ্ট ও বিখ্যাত পণ্ডিত হইলেও কনড়ভাষায় বহু ভজনাদি-বিষয়ক গ্রন্থ রচনা করিয়াছেন । ব্যাসকুটসম্প্রদায়স্থ ব্যক্তিগণকে ‘গোষ্ঠ্যানন্দী’ বলা যাইতে পারে অর্থাৎ তাহার সংস্কৃত ভাষায় সাম্প্রদায়িক বিচার-গ্রন্থ অধ্যয়ন, অধ্যাপনা করিয়া থাকেন । নিম্নে মধব-শিষ্ণু-পরম্পরায় প্রসিদ্ধ পণ্ডিতাচার্য্যগণের নাম ও র্তাহাঁদের রচিত গ্রন্থাবলীর তালিকা প্রদত্ত হইল। " * প্রসিদ্ধ পণ্ডিতাচাৰ্য্য ও তন্দ্রচিত গ্রন্থাবলী আমাদের সাম্প্রদায়িক পরিচয় শ্ৰীমধ্ব-সম্প্রদায়ের অন্তর্গত হইলেও আমরা অনেকেই আমাদের পূর্বগুরু শ্ৰীমন্মধ্বমুনি বা তৎসম্প্রদায়ের খবর খুব কমই রাখি। অক্ষৎ-সম্প্রদায়ের পূৰ্ব্বগুরু-পরম্পরায় উড় পী ক্ষেত্ৰস্থ, উত্তরাদি-মঠায় শ্ৰীপদ্মনাভতীর্থ, ক্রনরহরিতীর্থ ও শ্ৰীজয়তীৰ্থ বিশেষ বিখ্যাত পণ্ডিতাচাৰ্য্য ছিলেন । : ১। শ্ৰীপদ্মনাভৰ্তীর্থ (উত্তরাদিমতীয় শ্ৰীমধ্বশিষ্য), তদ্রচিত গ্রন্থ —সন্ন্যায়রত্নাবলী । . . . . . . . . ২। শ্ৰীনরহরিতীর্থ ( উত্তরাদিমঠীয় শ্ৰীমধ্বশিষ্য, তদ্রচিত গ্রন্থাবলী—মধ্বগ্রন্থাবলীর সংক্ষিপ্ত টীকা । [ অধুনা এই সকল টীকা 熱 [ ১৮২ ]