পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষড়বিংশ অধ্যায়-দাসকুট ও ব্যাসকূট কোথায়ও দৃষ্ট হয় না, তবে শ্ৰীজয়তীৰ্থপাদের গ্রন্থে সেই সকল টকার পরিচয় পাওয়া যায়। ] ৩। শ্ৰীজয়তীর্থ (উত্তরাদিমঠায়, অপর নাম—“টাকাচাৰ্য্য' ), তদ্রচিত গ্রন্থাবলী—(১) স্তায়মুধা, (২) তত্ত্ব প্রকাশিকা, (৩-১২) দশপ্রকরণ-টীকা, (১৩) ষটপ্রশ্নটীকা, (১৪) ঈশাবাস্তা-টীকা, (১৫) গীতাভাষ্যটীকা, (১৬) গীতাতাৎপৰ্য্যনির্ণয়-টীকা, (১৭) ভাগবত-তাৎপৰ্য্য-টীকা, (১৮) ঋগ ভাষা-টীকা, (১০) দ্যায়-বিবরণ-টীকা, (২ •) প্রমাণ-পদ্ধতি:, (২১) বাদাবলী । শ্ৰীজয়তীৰ্থপাদের “দ্যায়সুধা মধব-সম্প্রদায়ের বিশেষ প্রসিদ্ধ গ্রন্থ। মাধব-স্তায়ে বিশেষরূপে পারদশিত না থাকিলে যত বড় পণ্ডিতই হউন না কেন, কেহই এই গ্রন্থের মৰ্ম্মাবধারণে সমর্থ হইতে পারেন না । মধ্ব-সম্প্রদায়ে কাহার কতদূর পাণ্ডিত্য আছে, তাহ জানিতে হইলে তৎসাম্প্রদায়িকগণ অন্ত কোন প্রশ্ন না করিয়া জিজ্ঞাসা করিয়া থাকেন – ‘মহাশয়, আপনি কয়বার ‘সুধ’ পান করিয়াছেন ? যিনি যত অধিক বার ‘দ্যায়মুধ পাঠ করিবেন, মধব-সম্প্রদায়ের বিচারানুসারে তিনি ততদুর পণ্ডিত । অদ্যপি বিদ্বৎসমাজে এই উক্তিটি প্রসিদ্ধ আছে,— সুধী বা পঠনীয়, বহুধা বা পালনীয়া! হায়মুধ গ্রন্থ একবার মুদ্রিত হইয়াছিল ; কিন্তু এখন আর পাওয়া যায় না। ৪। শ্ৰীত্রিবিক্রম পণ্ডিতাচাৰ্য্য (গৃহস্থ, মধবাচাৰ্য্য-শিষ), তদ্রচিত গ্রন্থমালা –(১) তত্ত্বপ্রদীপঃ, (২) স্বত্রভাষ্য টীকা, (৩) বায়ু-স্তুতি:, (৪) বিষ্ণু-স্তুতি, (৫) উষাহরণকাব্যম্। ৫। শ্ৰীনারায়ণ পণ্ডিতাচাৰ্য্য (ত্রিবিক্রমপণ্ডিতাত্মজ, গৃহস্থ ), তদূরচিত গ্রন্থমালা-(১) মধ্যবিজয়ঃ, (২) মধ্ববিজয়-টীকা—ভাব o [ Strరి ]