পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য্য মধব করিব না । কদম, পরাশর, পাণ্ডু প্রভৃতি প্রাচীন আৰ্য্যগণ একমাত্র যাহার সেবাবলে সৰ্ব্বগুণ-বিভূষিত পুত্র লাভ করিয়াছিলেন, আমি সেই পূর্ণ সদগুণবিগ্রহ করুণামুধানিধি কুলপতি নারায়ণেরই শরণাগত হইব”—এইরূপ চিগা করিয়া তদগতচিত্ত শুদ্ধমন ব্রাহ্মণ পরমাগ্রহের সহিত রজতপীঠপুরাধিপতি শেষশায়ীর ভজনা করিতে আরম্ভ করিলেন। শ্ৰীবিষ্ণুর পাদপদ্ম-সেবায় আসক্ত দ্বিজবর স্বভাবতঃ স্বল্প বিষয়ভোগকে আরও লঘু করিলেন, হৃদয় স্বতঃ দান্ত হইলেও তাহাকে আরও দমিত করিলেন এবং স্বভাবতঃ নিৰ্ম্মল দেহ সংযমাদি দ্বারা আরও শুদ্ধ করিলেন। ব্রাহ্মণ-দম্পতি সকলগুণসম্পন্ন অমরপুল্ল প্রাপ্তি-কামনায অদিতি ও কস্তাপের ন্তার পয়োত্ৰত প্রভৃতি বিবিধ তীব্র ব্রতানুষ্ঠানের দ্বারা দ্বাদশবর্ষকাল পর্য্যন্ত অতীব কঠোর তপস্তা করিতে লাগিলেন । ঐশেষশায়ী ভগবান ভক্তিনিষ্ঠ ব্রাহ্মণদম্পতির এই কঠোর তপস্তার সমুচিত পুরস্কার প্রদানে উন্মুখ হইলেন। পাজকাক্ষেত্রেই শ্ৰীমন্মধবাচার্য্য প্রথম স্বৰ্য্যালোক দৰ্শন করেন । পাজকাক্ষেত্রে অদ্যাপি র্তাহার জন্মস্থান নির্দিষ্ট আছে | মধেবর অভু্যদয়কালের পর্ণকুটীরাধিষ্ঠিত স্থান তাহার ঐশ্বৰ্য্যসম্পন্ন কোন সেবক কর্তৃক পরে পাষাণ নিৰ্ম্মিতগুহে পরিণত হইয়াছে। তবে পাথরের ঘর—ক্ষুদ্র এবং পল্লীটী— জনহীন ; পূৰ্ব্বের স্মৃতিচিহ্ন মাত্র বর্তমান আছে । মধ্যগেহের বিচার ব্রাহ্মণ-দম্পতির তপস্ত| মধ্বজন্মভূমি -0శర:(8:రచ్చం