পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচাৰ্য্য মধব প্রকাশিকা, (৩) অনুমধববিজয়ং, (৪) মণিমঞ্জরী, (৫) নৃসিংহস্তুতিঃ, (৬) শিবস্তুতিঃ, (৭) নয়চন্দ্রিকা, (৮) সংগ্ৰহরামায়ণম্। ৬। শ্ৰীবিজয়ধ্বজতীর্থ (পেজাবর মঠীয় যতি, শ্ৰীমধ্ব হইতে ৭ম অধস্তন ), ইনি শ্ৰীমন্মধবাচার্য্যরচিত ভাগবত-তাৎপর্য্যের ব্যাখ্যা-স্বরূপ *পদ্ধরত্নাবলী টীকার নিৰ্ম্মাতা । শ্ৰীবিজয়ধ্বজ তীর্থ তাহার ভাগবতীয় টীকার মঙ্গলাচরণে গুরু-প্ৰণাম-মুখে স্বীয় গুরু-পরম্পরা প্রদর্শন করিয়াছেন, যথা— “চরণললিনে দৈত্যারাতের্ভবার্ণবোত্তরসত্তরীম্। দিশতু বিশদাং ভক্তিং মহং মহেন্দ্রতীর্থযতীশ্বরঃ ॥ আনন্দতীর্থ-বিজয়তীর্থে প্ৰণম্য মস্করিবরবন্দেী। তয়োঃ কৃতিং স্ফুটমুপজীব্য প্রবাছা ভাগবত-পুরাণম্।” ৭। শ্ৰীব্যাসতীর্থ ( ব্যাসরায়মঠীয় যতি, ইনি মাধবগৌড়ীয় সম্প্রদায়ের গুরু-পরম্পরায় শ্ৰীমন্মধ্ব হইতে চতুর্দশ অধস্তন। ইহারই শিষ্য— শ্ৰীলক্ষ্মীপতিতীর্থ। লক্ষ্মীপতিতীর্থের অনুগত—শ্ৰীমাধবেন্দ্রপুরী ), ইহার রচিত গ্রন্থাবলী—(১) দ্যtয়ামৃতম, (২) তাৎপৰ্য্য-চন্দ্রিকা, (৩) তর্কতাওব:, (৪) ভেদোজীবনম, (৫-৭) খণ্ডন-ত্রয়মন্দারমঞ্জরী, (৮) তত্ত্ববিবেকমন্দারমঞ্জরী । @ শ্ৰীব্যাসতীর্থঙ্কত ‘ম্ভায়ামৃত” গ্রন্থ বৈদাস্তিক সমাজের মধ্যে পরমশক্তিশালী, নিখিল-প্রতিপক্ষ-খণ্ডনকারী, পাশুপতাস্ত্র-তেজো-নিস্তেজস্কারী, পরম তেজোবান বিষ্ণুভক্তের রক্ষাকারী ও পরম-প্রতিদ সাক্ষাৎ বিষ্ণুহস্তস্থ মুদর্শনের হ্যায় শোভমান। মায়াবাদিসম্প্রদায় এই সুদৰ্শনচক্রতুল্য 'ন্তায়ামৃত” গ্রন্থরাজের অত্যাশ্চৰ্য্য প্রভার কণিকামাত্রে নিস্তেজাঃ হইয়া পড়িয়াছে। ‘ছায়ামৃত” গ্রন্থটি এতদুর অকাট্য স্বযুক্তিভূষিত যে, 鬱 [ >レ8 ]