পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচাৰ্য্য মধব প্রচার ও বাদি-নিগ্রহে এইরূপ অসীম শক্তিশালী পুরুষ মধ্ব-সম্প্রদায়ের মধ্যে মধবাচার্য্যের পর আর দ্বিতীয় উদিত হন নাই। রজতপীঠপুর হইতে প্রায় ১৩ ক্রোশ উত্তরে ‘হুবিনকের নামক গ্রামে কোন দরিদ্র ব্রাহ্মণের গৃহে ইনি জন্মগ্রহণ করেন । এই দরিদ্র-ব্রাহ্মণ-বালকের অতিশয় সৌম্য ও পরমলাবণ্যময়ী মূৰ্ত্তি-দর্শনে বিশেষ আকৃষ্ট হইয়া সোদে মঠীয় বাগীশতীর্থ যতি ঐ ব্রাহ্মণ-তনয়কে স্ব-শিষ্ণুত্বে গ্রহণ করেন এবং উহাকে সন্ন্যাস প্রদানপূর্বক ‘ক্রবাদিরাজতীর্থ”--এই সন্ন্যাস-নাম প্রদান করেন। সোদে মঠের পূৰ্ব্বগুরু-পরম্পরানুবৰ্ত্তনে শ্ৰীবরাহদেবের পূজায় নিযুক্ত হইলেও শ্ৰীবিষ্ণুর হয়গ্ৰীব-মুৰ্ত্তির প্রতিই ইনি বিশেষ আকৃষ্ট ছিলেন। শ্ৰীহয়গ্ৰীবে ইহার এতদূর প্রতি ছিল যে, ভগবান হয়গ্রীব ইহার পৃষ্ঠভাগ হইতে ইহার ভূজদ্বয়ে স্ব-পাদদ্বয় স্থাপন করিয়া ইহার মস্তকোপরি স্থাপিত মধুর পক চণক ( ছোলা বা বুট ) ভোজন করিতেন এবং ভোজনানন্তর প্রত্যহ কিঞ্চিং অবশেষ রাখিয়া অদৃপ্ত হইতেন। বাদিরাজের উপাসনা, পূজা, ভক্তি প্রভৃতিতে ভগবান হয়গ্ৰীব বাদিরাজকে প্রত্যহ এইরূপে দর্শন দান করিতেন। ওঁ বিষ্ণুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর রজতপীঠপুর হইতে বাদিরাজ স্বামীর এইরূপ ভাবের একটি চিত্র ংগ্ৰহ করিয়া আনিয়াছিলেন । শ্ৰীবাদিরাজস্বামী যাবতীয় দুৰ্ব্বাদি-নিগ্রহে বিশেষ যত্নবান হইলেও শৈব-সিদ্ধান্ত ও জৈনমত-খণ্ডনে বিশেষ বদ্ধাদর ছিলেন । তিনি জনৈক প্রবল জৈন সন্ন্যাসীকে বাদে পরাজয় করিয়া ‘জয়চিহ্ন’ স্বরূপ উক্ত জৈন সন্ন্যাসীর কিরাট, বেত্ৰাদি গ্রহণ করিয়াছিলেন। সেই কিরীট-বেত্র অদ্যাপি উত্তর কন্নড় জিলায় সোদ গ্রামে ত্রিবিক্রম-দেবালয়-নিকটবৰ্ত্তী শ্ৰীবাদিরাজ যতির সমাধি-মণ্ডপে বৰ্ত্তমান রহিয়াছে । উক্ত সোদা গ্রামে Q" ১৮৬ ]