পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় মধ্বের আবির্ভাবের পূর্বাবস্থা এই সময়ে সনাতন-ধৰ্ম্মক্ষেত্র ভারতবর্ষের সর্বত্র শুদ্ধ-ভগবদ্যুপাসনার ভীষণ দুর্ভিক্ষ উপস্থিত হইয়াছিল। প্রচ্ছন্ন-বৌদ্ধবাদরূপ নাস্তিকতা জীবকুলকে জীবের নিত্যধৰ্ম্ম বিষ্ণুভক্তি হইতে দুরে পাতিত করিয়া তমোরাজ্যের প্রতি ধাবমান করাইতেছিল। সুনিৰ্ম্মল ভারতীয় বেদান্তগগন একদিন যে কৃষ্ণ-সুৰ্য্যের উপাসনার প্রভায় উদ্ভাসিত ছিল, বেদান্তের অকৃত্রিমভান্য পুরাণার্ক একদিন ভারতীয় গগনে যে প্রোজ্জল কিরণমালা বিতরণ করিতেছিলেন, সে স্থান দুর্ভাষ্য-মেঘের গাঢ় অন্ধকারে আবৃত হইয়া পড়িয়াছিল। এরূপ অন্ধকারে জনসমূহ অন্ধ হইয়া বিষ্ণুর নিত্যউপাসনা-পথ পরিত্যাগ করিতে আরম্ভ করিলে ব্ৰহ্মাদি-দেবগণ অত্যন্ত ছধিতচিত্তে শ্ৰীহরুির শরণাগত হইলেন। স্বয়ং ভগবানের এই সময় অবতরণকাল নহে, পরবৰ্ত্তিকালে তিনি স্বয়ংই অবতীর্ণ হইবেন, এরূপ বিচার এবং তাহার কৃপার জগৎপ্রাণ বায়ুরই উপস্থিতསྟུན་ལ་བྷཱུ་བཱ་ག་ কাৰ্য্যে সামর্থ্য ও সৰ্ব্বজ্ঞতাশক্তি দর্শন করিয়া শ্ৰীবিষ্ণু & . . মুখ্য বায়ুকে এইরূপ আদেশ করিলেন,—“হে মুমুখ, তুমি আমার প্রতিনিধিস্বরূপে জগতে অবতীর্ণ হইরা বেদান্ত-গগনের দুর্ভান্যকুঙ্কটিকা অপসারিত কর এবং সস্তপ্ত, নিরাশ্রয় জীবগণকে কুপভাজন ও আনন্দিত কর।” e আবির্ভাবের পূর্বাবস্থা ও কারণ