পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তবিংশ অধ্যায়—শ্ৰীমধবাচার্য্যের সিদ্ধান্ত নির্দেহকান স ভগবাননিরুদ্ধনাম জীবান স্বকৰ্ম্ম-সহিতামুদরে নিবেশু । চক্রেইথ দেহ-সহিতান ক্রমশঃ স্বয়ম্ভ -প্রাণাত্মশেষ-গরুড়েশ-মুখান সমগ্রান। 劇 (মঃ ভাঃ তাঃ নিঃ অঃ ৯ম শ্লোঃ ) অর্থাৎ অনিরুদ্ধকর্তৃক প্রতিকল্পে তাহদের কৰ্ম্মদেহের স্বষ্টি । অনিরুদ্ধসংজ্ঞক ভগবান নিজ নিজ কৰ্ম্ম-সংস্কার-যুক্ত, দেহশূন্ত জীবগণকে স্বীয় উদরে সন্নিবেশিত করিয়া ব্ৰহ্মা, প্রাণাত্ম বায়ু, শেষ, গরুড়-প্রমুখ সেই জীবগণকে ক্রমশঃ দেহযুক্ত করিয়া থাকেন। সেই জীবগণের অনস্তত্ব বিষয়ে সিদ্ধান্ত, যথা— অনাগতা অতীতাশ্চ যাবস্তঃ সহিতাঃ ক্ষণাঃ । , অতীতানাগতাশ্চৈব যাবস্তঃ পরমাণব ॥ " ভাবগণের অনন্তত্ব ততোইপ্যনস্তগুণিত জীবানাং রাশয়ঃ পৃথক্ । পরমাণুপ্রদেশেহপি হনস্তাঃ প্রাণিরাশয়ঃ। সুগ্মত্বাদীশশক্তৈjব স্থলা অপি হি সংস্থিতাঃ ॥ ( বিষ্ণুতত্ত্বনির্ণয়ে ১ম প: ) অর্থাৎ অনাগত, অতীত ও বর্তমান যাবৎসংখ্যক ক্ষণ রহিয়াছে এবং অতীত, অনাগত ও বর্তমান যাবতীয় পরমাণু বৰ্ত্তমান আছে, জীবরাশি 'তাহীদের অপেক্ষাও অনন্ত গুণে অধিক সংখ্যক। পরমাণুপ্রদেশে পর্য্যন্ত অনন্ত প্রাণিরাশি বিদ্যমান আছে। যদিও তাহারা দেহ ও রূপ-উপাধিযোগে স্থল, তথাপি স্বরূপতঃ স্বহ্মত্ব-বশতঃ ঈশ্বরের শক্তিবলেই তাদৃশরূপে অবস্থান করিতে সমর্থ। সেই জীবগণের কৰ্ম্মবন্ধন-বিষয়ে সিদ্ধান্ত, যথা— ব্ৰহ্মাপরোক্ষেইপি বিকৰ্ম্ম-স্বচকং প্রারব্ধ-পাপন্স বিষাশনম্। ( মঃ ভাঃ তাঃ নিঃ ৩২ অঃ ১১০ শ্লো: ) [ ই ২১ ] o