পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচাৰ্য্য শ্ৰীমধব স্কন্দপুরাণেও আছে যে—যেমন একজলে অন্তজল নিক্ষেপ করিলে তাহার সহিত উহা মিশ্রিত হইয়া যাওয়ায় লোকের মনে হয় যেন নিক্ষিপ্ত জল পূৰ্ব্বজলস্বরূপ হইয়া গিয়াছে ; সেইরূপ জীবও ব্রহ্মের সহিত তাদাত্ম্য প্রাপ্ত হইলেও “জীব ব্ৰহ্ম হইয়াছেন” এইরূপ ব্যবহার হইয়া থাকে, বস্তুতঃ জীব ব্রহ্মস্বরূপ প্রাপ্ত হ’ন না। কারণ ব্ৰহ্ম—“স্বতন্ত্র, জীব—পরতন্ত্র (ব্রহ্মের অধীন ) ; ব্রহ্ম—বিভূপদার্থ, কিন্তু জীব—অণুপদার্থ; এইরূপ উভয়ের স্বরূপগত বিবিধ পার্থক্য-বশতঃ একে অন্তের স্বরূপ হইতে পারেন না । ব্ৰহ্মা বা শঙ্কর প্রভৃতি দেবগণও যাহা লাভ করিতে সমর্থ নহেন, সেই কৈবল্য-অবস্থা যাহার স্বরূপ—তিনি কেবল-স্বরূপ পরমারাধ্য শ্ৰীহরি। (৪) “অতো জলে জলৈকীভাববদেকীভাবঃ। উক্তঞ্চ—যথোদকং শুদ্ধে শুদ্ধং যথা নষ্ঠ ইত্যাদে তত্ৰাপ্যন্তোন্তাত্মকত্বে বৃদ্ধ্যসম্ভবঃ ” ( গীতা ২য় অঃ মধ্বভাষ্য ) —অতএব এস্থলে একীভাব’ শব্দের অর্থ—এক জলে অপর জলের একীভাবের ন্তায় বুঝিতে হইবে । শাস্ত্রেও আছে যে—যেমন—“শুদ্ধজলে একীভাৰ’ শব্দের শুদ্ধজল একীভূত হয় এবং যেরূপ নদীসকল মিলিত তাৎপৰ্যা হইয়া একীভাব প্রাপ্ত হয়’ ইত্যাদি । বস্তুতঃ যদি এক জলের সঙ্গে অপর জল মিলিত হইয়া পূৰ্ব্বজল-স্বরূপই হইয়া যাইবে, তাহা হইলে আর সে স্থলে জলের বৃদ্ধি সম্ভবপর নহে। - (6) যথা সমুদ্রে বহুবস্তরঙ্গাস্তথা বয়ং ব্রহ্মণি ভূরি জীবাঃ। ভবেৎ তরঙ্গে ন কদাচিদব্ধিত্বং ব্রহ্ম কৰ্ম্মাদ্ভবিতাসি জীব ॥ ( তত্ত্বমুক্তাবলী ) —যেমন সমুদ্রে বহু তরঙ্গ বিদ্যমান রহিয়াছে, সেইরূপ ব্রহ্মেও আমরা বহুজীব অবস্থান করিতেছি, কিন্তু সেজন্ত তরঙ্গ কখনও সমুদ্রস্বরূপ (i. [ २¢७ ]