পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচাৰ্য্য শ্ৰীমধব মালায় বলিয়াছেন,—“শ্ৰীমন্মধবাচাৰ্য্য ভেদকে নিত্য বলিয়া স্থাপন করায় অচিন্ত্যভেদাভেদমতই যথার্থ নিশ্চিত হইয়াছে।” “তত্ত্বমস্তহংব্রহ্মাস্ট্রীত্যাদিষু জীবস্ত পরেণাভেদঃ প্রতীয়তে। নিত্যে নিত্যানাং চেতনশ্চেতনানাং’, ‘দ্ব সুপর্ণা’ ইত্যাদিষু ভেদঃ । অত উচ্যতে মধ্বভাস্থে ‘অচিন্ত্য’ ভিন্নোইচিন্ত্যঃ পরমে জীবসজঘাৎ જૂન: পরে, জীবশব্দ সজোহপূর্ণ । * * সৰ্ব্বং খলুিদং ব্রহ্ম ইতি। ভবিষ্ণুপুরাণে চ–‘ভিন্ন জীবাঃ পরে ভিন্নস্তথাপি জ্ঞানরূপতঃ । প্রোচ্যন্তে ব্ৰহ্মরূপেণ বেদবাদেষু সৰ্ব্বশ: ॥’ ইতি ॥” ( মধৰভাষ্য ২।৩২৮-২৯ ) ‘তত্ত্বমসি’ ( ছাঃ ৬৮৭ ), “অহং ব্ৰহ্মাস্মি’ ( বুঃ আঃ ১৪১০ ) প্রভৃতি শ্রতিবাক্যে পরতত্ত্বের সহিত জীবাত্মার অভেদ প্রতীত হয় । আবার নিতো নিত্যানাং, চেতনশ্চেতনানাং (কঠ ২১৩ ও শ্বে ৬১০ ), ‘দ্ব সুপর্ণ’ (মুঃ ৩১, শ্বেঃ ৪।৬) প্রভৃতি শ্রতিবাক্য-দ্বারা ভেদ সিদ্ধ হইতেছে। এইপ্রকার বিরুদ্ধ শ্রতিবাক্যের সমাধান কি প্রকারে হইতে পারে, তন্নিমিত্ত বলিতেছেন,—অচিন্ত্য পরমতত্ত্ব বিষ্ণু জীবসঙ্ঘ হইতে ভিন্ন । পরমতত্ত্ব—পূর্ণ এবং জীব—অপূর্ণ অর্থাৎ খণ্ডচেতন। অতএব সৰ্ব্বং খনৃিদং ব্ৰহ্ম’ ( ছাঃ ৩১৪১ ) প্রভৃতি অভেদপ্রতিপাদক শ্রুতি-বাক্যের সমাধান এইপ্রকার যথা, ভবিষ্যপুরাণে উক্ত হইয়াছে—জীবসকল ভিন্ন, পরতত্ত্ব ভিন্ন ; উভয়েই চেতন স্বর্থাৎ জ্ঞানস্বরূপ বলিয়া বেদে সৰ্ব্বত্রই তদুভয়ের একত্ব বা জীবকে ব্রহ্মস্বরূপে নির্দেশ করা হইয়াছে। - অগ্নিং মণিবকং বদস্তি কবয়ঃ পূর্ণেন্দুবিম্বং মুখং নীলেন্দীবরমীক্ষণং কুচতটং মেরুং করং পল্লবম্। আহাৰ্য্যভ্রমতো ভবেৎ পুনরিয়ং ভেদেইপ্যভেদ মতিঃ কর্তব্য গতির দৃশী খলু তথা ব্ৰহ্মাহমশ্মি শ্ৰতেঃ। [ २७० ]