পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনবিংশ-অধ্যায়—শ্ৰীমন্মধবাচার্য্যের উপদেশ গঙ্গাপ্রয়াগগয়পুষ্করনৈমিষাণি সংসেবিতানি বহুশঃ কুরুজাঙ্গলানি । কালেন তীর্থসলিলানি পুনন্তি পাপং পাদোদকং ভগবতঃ প্রপুনাতি সদ্যঃ ॥ ( কৃঞ্চামৃতমহীর্ণব ১০১ শ্লোক ) গঙ্গা, প্রয়াগ, গয়, পুষ্কর, নৈমিষ, কুরুক্ষেত্র এবং অন্তান্ত তীর্থসলিলের সুেবা করিলে-কালান্তরে পাপ নাশ হয় ; কিন্তু ভগবানের চরণামৃত সেবা করিলে সদ্যঃই পবিত্র হওয়া যায়। দেবতান্তরপূজা নিষিদ্ধ+— স্বধৰ্ম্মন্ত পরিত্যজ্য পরধৰ্ম্মং চরেদ, যথা । তথা হরিং পরিত্যজ্য যোহন্তং দেবমুপাসতে ॥ ( কৃষ্ণামৃতমহৰ্ণব ১১৫ শোক ) শ্ৰীহরিকে পরিত্যাগ পূর্বক অন্তদেবতার উপাসনা ও স্বধৰ্ম্ম পরিত্যাগ পূৰ্ব্বক পরধৰ্ম্ম-আচরণ তুলা । যথ গঙ্গোদকং ত্যক্ত পিবেৎ কুপোদকং নরঃ। তথা হরিং পরিত্যজ্য ষোহস্যং দেবমুপাসতে ॥ ( কৃষ্ণামৃতমহার্ণব ১১৬ শ্লোক ) যেরূপ গঙ্গাজল পরিত্যাগ করিয়া দুৰ্ব্ব দ্ধি ব্যক্তি কুপোদক পান করে, শ্ৰীহরিকে পরিত্যাগ করিয়া অন্তদেবতার আরাধনাও তদ্রুপ জানিবে। [ ২৮১ ] { }