পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচাৰ্য্য শ্ৰীমধব , একাদশীর ক্ষয়ে বা বৃদ্ধিতে অথবা একাহে তিথিত্ৰয়ের স্পর্শে (-ত্র্যহস্পশে ) দ্বাদশী তিথিতে উপবাস কৰ্ত্তব্য । দশমী বিদ্ধ একাদশী পরিত্যাগ করিবে । বহাগমবিরোধেযু ব্রাহ্মণেষু বিবাদিযু। উপোষ্য দ্বাদশী তত্র ত্রয়োদশ্বাস্তু পারণম, ॥ ( কৃষ্ণামৃতমখাপল ১৪৪ শ্লোক ) যেস্থলে উপবাসবিষয়ে বহুশাস্ত্রের বিরোধ এবং ব্রাহ্মণগণের মধ্যে বিবাদ উপস্থিত হয়, সে-ক্ষেত্রে দ্বাদশীতে উপবাস এবং ত্রয়োদশীত পারণ কর্তব্য । অথবা মোহনাথায় মোহিন্তা ভগবান হরিঃ । অর্থিতঃ কারয়ামাস ব্যাসরূপী জনাৰ্দ্দনঃ ॥ ধনদাৰ্চাবিবৃদ্ধ্যর্থং মহাবিত্তলয়স্য চ । অম্বুরাণাং মোহনাৰ্থং পাষণ্ডানাং বিবুদ্ধয়ে ॥ আত্মস্বরূপাবিজ্ঞপ্ত্যৈ স্বলোকপ্রাপ্তয়ে তথা । এবং বিদ্ধং পরিত্যজ্য দ্বাদশামুপবাসয়েৎ ॥ ( কৃষ্ণামৃতমহার্ণব ১৫০-১৫২ শ্লোক ) অথবা ব্যাসরূপী জনাৰ্দ্দন ভগবান হরি মোহিনী কর্তৃক যাচিত হইয়। (কামিগণের ) মোহনার্থ ধনাধিপতির অর্চনার বৃদ্ধিহেতু, পরমবিত্তের লয়সাধন-নিমিত্ত, অসুরগণকে মোহন করিতে এবং পাষণ্ডগণের বৃদ্ধির জন্ত আত্মস্বরূপ ন জানাইবার অভিপ্রায়ে এবং বিষ্ণুলোকের যাহাতে প্রাপ্তি না হয়, তন্নিমিত্ত ঐরূপ বিধান করাইয়াছিলেন । অতএব এইরূপ বিদ্ধ, পরিত্যাগ করিয়া দ্বাদশীতে উপবাস করাইবে । [ ՀՆԵ ]