পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনত্রিংশ-অধ্যায়—শ্ৰীমন্মধবাচার্য্যের উপদেশ হে মহাভাগ ! সেই চরণদ্বয়ই সফল, যে চরণদ্বয় কেশবালয়ে গমন করিয়া থাকে এবং তাঁহাই চক্ষু, যে চক্ষুদ্ধয় হরিকে সম্যগৃরূপে দশন করিয়া থাকে। রে রে মনুষ্যাঃ পুরুষোত্তমস্ত করেী ন কৰ্ম্মান্মুকুলীকুরুধ্বম। ক্রিয়াজুষাং কো ভবতাং প্রয়াসঃ ফলং হি যত্তৎপদমচু্যতস্ত ॥ ( কৃষ্ণামৃতমহার্ণব ৮৭ শ্লোক )

  • রে রে মনুষ্যগণ । পুরুষোত্তমের সমীপে তোমরা কি জন্ত করদ্বয় কৃতাঞ্জলি করিতেছ না ? ক্রিয়ানুষ্ঠানকারী তোমাদের প্রয়াস কি ? অচ্যুতের পরমপদ-প্রাপ্তিই তাহার ফল । mo

যাবৎ স্বস্থমিদং পিণ্ডং নিরুজং করণান্বিতম্। তাবৎ কুরুম্বাত্মহিতং পশ্চাত্তাপেন তপ্যসে । ( কৃষ্ণামৃতমহার্ণব ১২• শ্লোক ) যে পর্য্যন্ত এই শরীর নীরোগ, কৰ্ম্মক্ষম এবং ইন্দ্ৰিয়সকল শক্তিসম্পন্ন থাকে, তন্মধ্যে নিজের হিত চেষ্টা কর, অন্তথা পরে অনুতাপগ্ৰস্ত হইতে হুইৰে । যাবৎ প্রলপতে জন্তুলেণকবাৰ্ত্তাদিভিঃ সদা।। তাবচ্চেদ্বদতে বিষ্ণুং কো ন মুচ্যতে বন্ধনাৎ ॥ শ্ৰীসূতঃ ( কৃষ্ণামৃতমহার্ণব ১২৪ শ্লোক ) জীব যতকাল পর্য্যন্ত গ্রাম্যবার্তাদির প্রলাপে রত থাকে, ততকাল বিষ্ণুকীৰ্ত্তন করিলে কোন ব্যক্তি বন্ধন-বিমুক্ত না হয় ? [ २:०७ O