পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনত্রিংশ-অধ্যায়—শ্ৰীমন্মধবাচার্য্যের উপদেশ আস্ফোটয়ন্তি পিতরঃ প্রমৃত্যন্তি পিতামহাঃ । বৈষ্ণবোহম্মৎকুলে জাতঃ স নঃ সন্তারয়িস্থতি ॥ ( কৃষ্ণামৃতমহার্ণব ২২৮ শ্লোক ) “আমাদের বংশে বৈষ্ণব জন্মগ্রহণ করিয়াছেন, তিনি আমাদিগকে উদ্ধার করিবেন” পরলোকে বৈষ্ণবের পিতৃপুরুষ এই বলিয়া আস্ফোটন এবং পিতামহগণ নৃতা করিতে থাকেন। হরি-স্মরণ— কৃতে পাপেহনুতাপে বৈ যস্য পুংসঃ প্রজীয়তে i প্রায়শ্চিত্তস্তু তস্তোক্তং হরিসংস্মরণং পরম্ ॥ ব্ৰহ্মা 总 ( কৃঞ্চামৃতমহার্ণব ৩৬ শোক ) কৃত পাপের অনুতাপ যাহার উপস্থিত হইয়াছে, এই প্রকার পুরুষের সম্যগ রূপে (শ্রবণকীৰ্ত্তনমুখে ) হরির স্মরণ করাই সেই পাপের প্রায়শ্চিত্ত রূপে বিহিত হইয়াছে । • কৃষ্ণে রতঃ কৃষ্ণমনুস্মরন্ত তস্তাবিতাস্তদগতমানসাশ্চ | ভিন্নেইপি দেহে প্রবিশন্তি কৃষ্ণং হবিৰ্যথা মন্ত্রহুতং কৃতাশে । 事 ( কৃঞ্চামৃতমহার্ণব ৪৭ শ্লেক ) মন্ত্রের দ্বারা সংস্কৃত হবিঃ ষে-প্রকার হুতাশনে প্রবিষ্ট হয়, তদ্রুপ র্যাহার। কৃষ্ণানুরক্ত ও অনুক্ষণ কৃষ্ণচিন্তাপরায়ণ এবং তদ ভাবে ভাবিত ও তদগতচিত্তে অবস্থান করেন ; তাহাদের দেহ কৃষ্ণ হইতে ভিন্ন হইলেও তাহার কৃষ্ণে প্রবিষ্ট হইয়া থাকেন। [ ২৯৭ ]