পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীগুরুগৌরাঙ্গেী জয়তঃ পত্রিশিষ্ট্র শ্রীমদদ্বাদশ-স্তোত্রম প্রথমাধ্যায়ঃ বন্দে বন্দ্যং সদানন্দং বাস্থদেবং নিরঞ্জনম । ইন্দিরাপতিমাদ্যাদি-বরদেশ-বরপ্রদম ৷ ১ ৷ নমামি নিখিলাধীশ-কিরাটায়ুষ্ট-পীঠবৎ । হৃত্তমঃশমনেহর্কাভং শ্রীপতেঃ পাদপঙ্কজম ॥ ২ ॥ জাম্বুনদাস্বরাধারং নিতম্বং চিন্ত্যমীশিতুঃ। স্বর্ণমঞ্জরী-সংবতমারাঢ়ং জগদম্বয় ॥ ৩ ॥ যিনি ব্ৰহ্মপ্রমুখ বরদেশ্বরগণের প্রতিও বরপ্রদ এবং নিখিল লোকের বন্দনীয়, সেই কমলাপতি সদানন্দময় পরব্রহ্ম শ্ৰীবাস্থদেবকে বন্দন করি ॥ ১ ॥ তুমি ভক্তগণের হৃদয়-তিমির-বিনাশনে স্থৰ্য্যপ্রতিম শ্ৰীহরিপাদপদ্মযুগলকে প্রণাম করি। নিখিল-লোকপালগণ প্রণামকালে নিজ নিজ কিরীটের অগ্রভাগদ্বারা উক্ত শ্ৰীপাদপদ্মযুগলের পীঠ বা আসনকে সম্যগs ভাবে ঘর্ষণ করেন ॥ ২ ॥ . জগদীশ্বর শ্ৰীহরির নিতম্বদেশ সোঁবর্ণবসনাবৃত, স্বর্ণমঞ্জরী-পরিবেষ্টিত এবং জগজ্জননী লক্ষ্মীদেবী-কর্তৃক আরূঢ়রূপে চিন্তনীয় ॥ ৩ ॥ 噁 [ s ]