পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অথ দ্বিতীয়োহধ্যায়ঃ স্বজনোদধি-সংবৃদ্ধিপূর্ণচন্দ্রে গুণার্ণবঃ। আমন্দানন্দসীন্দ্রো নঃ গ্রীয়তামিন্দিরাপতিঃ ॥ ১ ॥ রমাচকোরাবিধবে দুষ্ট-দপেৰ্ণদবহ্নয়ে । সৎপাস্থজন-গেহায় নমো নারায়ণায় তে ৷ ২ ৷৷ চিদচিস্তেদমখিলং বিধায়াধায় ভুঞ্জতে। অব্যাকৃত-গৃহস্থায় রমাপ্রণয়িনে নমঃ ॥ ৩ ॥ অমন্দগুণসারোহপি মন্দহাসেন বীক্ষিতঃ । নিত্যমিন্দিরয়ানন্দসান্দ্রো যো নোমি তং হরিম ॥ ৪ ॥ বশী বশে ন কস্তাপি যোহজিতে বিজিতাখিলঃ। সৰ্বর্বকর্তা ন ক্রিয়তে তং নমামি রমাপতিম ৷ ৫ ৷ মান কমলাপতি আমাদের প্রতি প্রত হউন। তিনি সজ্জন-সমুদ্রের সম্বৰ্দ্ধনে পূর্ণচন্দ্র, পরমানন্দ-ঘন এবং নিখিল-সদৃগুণসিন্ধু ॥ ১ ॥ হে দেব ! নারায়ণরূপী আপনাকে নমস্কার। আপনি কমলারূপিণী চকোরীর পূর্ণচন্দ্র, দুঃদর্পবিনাশনে বাড়বানল এবং সজ্জনরূপ পথিকগণের বিশ্রামনিলয় ॥ ২ ॥ 唯 如 যিনি চিদচিদৃরূপী নিখিল ভেদের স্বষ্টি করিয়া তাহ ভোগ করিতেছেন, সেই কমলা প্রণয়ী অব্যক্ত গৃহস্থকে নমস্কার ॥৩ ॥ যিনি পরমোত্তমগুণোৎকৰ্ষসমন্বিত ও আনন্দঘন এবং ইন্দিরাদেবী মন্দহান্তসহকারে নিরন্তর র্যাহার প্রতি দৃষ্টিপাত করিতেছেন, সেই শ্ৰীহরিকে স্তুতি করি ॥ ৪ ॥ যিনি সৰ্ব্বজগতের বশীকৰ্ত্তা, সৰ্ব্বলোকবিজেতা, সৰ্ব্বকৰ্ত্তা, স্বয়ং কাহারও দ্বারা বশীভূত, বিজিত বা কৃত নহেন, সেই রমাকান্তকে প্রণাম করি। ৫ ॥ [ 8 ||