পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মদ্বাদশ-স্তোত্রম—দ্বিতীয়োহধ্যায়ঃ অগুণীয় গুণোদ্রেক-স্বরূপায়াদিকারিণে । বিদারিতারিসঙ্ঘায় বাসুদেবায় তে নমঃ ॥ ৬ ॥ আদিদেবায় দেবানাং পতয়ে সাদিতারয়ে । অনাদ্যজ্ঞানপীরায় নমো বরবরায় তে ॥ ৭ ৷৷ অজায় জনয়িত্ৰেহস্য বিজিতাখিল-দানব । অজাদিপূজ্যপাদায় নমস্তে গরুড়ধ্বজ ॥৮ ॥ ইন্দিরামন্দসান্দ্রাগ্র্যকটাক্ষপ্রেক্ষিতাত্মনে । অস্মদিষ্টৈক-কাৰ্য্যায় পূর্ণায় হরয়ে নমঃ ॥৯ ৷ ইতি দ্বিতীয়োহধ্যায়ঃ সমাপ্তঃ হে প্রভো ! বাসুদেবরূপী আপনাকে নমস্কার। আপনি স্বয়ং প্রাকৃতগুণসম্পর্কশূন্ত হইলেও আপনার ঈক্ষণহেতুই প্রাকৃত গুণসমূহের বিক্ষোভ অর্থাৎ জগতস্থষ্টির উদ্দেশে প্রবৃত্তি ঘটতেছে। আর, আপনি দৈত্যপ্রমুখ রিপুগণের বিদারণ করিয়াছেন ॥ ৬ ॥ দেবগণেরও অধিপতি, আদিদেব, অনাদিঅজ্ঞান বা অবিদ্যার পরপারে “অবস্থিত, শত্ৰুকুলনিস্থদন এবং পরমোত্তম আপনাকে নমস্কার ॥ ৭ ৷ .হে অখিল দানববিজয়িন্‌! গরুড়ধ্বজ ! আপনি স্বয়ং অজ, অথচ এই বিশ্বের জনক এবং ব্ৰহ্মাদিদেবগণের পূজ্যপাদ । আপনাকে নমস্কার ॥৮ ॥ র্যাহার ঐবিগ্রহ ইন্দিরাদেবী মনোহর পরমোত্তম নিবিড় কটাক্ষদ্বারা সৰ্ব্বদা নিরীক্ষণ করিতেছেন এবং র্যাহার চরিত আমাদের অভীষ্ট ও অতুলনীয়, সেই পরিপূর্ণস্বরূপ শ্ৰীহরিকে নমস্কার ॥ ৯ ।