পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য্য শ্ৰীমধব বিমলৈঃ শ্রুতিশান-নিশাততমৈঃ স্বমনোহসিভিরাশু নিহত্য দৃঢ়ম। বলিনং নিজবৈরিণমাত্মতমোভিদমীশমনন্তমুপাস্ব হরিম ॥ ৫ ॥ স হি বিশ্বস্বজে বিভূশম্ভুপুরন্দর-সূৰ্য্যমুখানপরানপরান। স্বজাতীড্যতমোহবতি হস্তি নিজং পদমপয়তি প্রণতান সুধিয়া ॥ ৬ ॥ পরমোহপি রমেশিতুরস্য সমে নহি কশ্চিদভূন্ন ভবিষ্কৃতি চ। কচিদছতনোহপি ন পূর্ণসদ-গণিতেড্য-গুণানুভবৈকতনোঃ ॥ ৭। ইতি দেববরস্ত হরেঃ স্তবনং কৃতবান মুনিরুত সমাদরতঃ । সুখতীর্থ-পদাভিহিতঃ পঠত-স্তদিদং ভবতি ধ্রুবমুচ্চস্থখম ॥ ৮ ॥ ইতি চতুর্থাধ্যায়ঃ সমাপ্তঃ শ্রীতি অর্থাৎ শাস্ত্র শ্রবণরূপ শান-প্রয়োগে সুতীক্ষ্ণীকৃত ও নিৰ্ম্মলতাপ্রাপ্ত উত্তম চিত্তরূপ অসিসমূহদ্বারা সত্বর দৃঢ়রূপে নিজ প্রবল শক্রকে { রাগ-দ্বেষাদি ) সংহার করিয়া আত্মতমোবিনাশক অনন্তস্বরূপ ঈশ্বর শ্ৰীহরির উপাসনা কর ॥ ৫ ॥ তিনি বিশ্বস্রষ্টা ব্ৰহ্মা, শঙ্কর, ইন্দ্র, সূৰ্য্য প্রভৃতি তদধীন অপর দেবগণকে স্বষ্টি, পালন ও সংহার করেন এবং তাহারা উত্তমবুদ্ধিযোগে প্রণত হইলে বন্দ্যপ্রবর শ্ৰীহরি নিজপদ প্রদান করেন। ৬ ॥ d এই রমাপতির সম বা তদপেক্ষ উত্তম কেহ হন নাই এবং হইবেন,না। আর বর্তমানকালেও পরিপূর্ণানন্তগুণশালী ও জ্ঞানময়বিগ্রহ শ্ৰীহরির সমান বা তদধিক কেহ নাই ॥ ৭ ॥ • ক্রমদানন্দতীর্থসংজ্ঞক মুনি এইরূপ সমাদরসহকারে পরমদেব শ্ৰীহরির স্তব রচনা করিয়াছেন। যিনি ইহা পাঠ করেন, র্তাহার নিশ্চিতরূপে পরম সুখলাভ হয় ॥ ৮ ॥