পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য শ্ৰীমধব । মধুসূদন দানবসাদন বন্দে দৈবতমোদিত বেদিত-পাদ। ত্রিবিক্রম নিস্ক্রম বিক্রম বন্দে স্থত্রম সংক্রম হুংকৃতবক্ত, ॥ ৫ ॥ বামন বামন ভামন বন্দে সামন সীমন শামন সানো । শ্ৰীধর শ্ৰীধর শঙ্কর বন্দে ভূধর বাৰ্দ্ধর কন্ধর-ধারিন ॥৬। হৃষীকেশ সুকেশ পরেশ বিবন্দে শরণেশ কলেশ বলেশ সুখেশ । পদ্মনাভ শুভোস্তব বন্দে সন্তু তলোক-ভরাভর ভূরে ৷ ৭ ৷ হে মধুস্থদন! হে দৈত্যবিনাশন ! হে দেবগণানন্দিত! হে স্বপদজ্ঞাপক । আপনাকে বন্দনা করি। হে ত্রিবিক্ৰম ! হে নিস্ক্রমণশীল ! হে বিক্রমশীল! হে উত্তম ক্রমশীল ! হে সংক্রমণশীল ! হে হুংকৃতবদন ! আপনাকে বন্দনা করি ॥ ৫ ॥ হে বামন ! ( সজ্জনগণের শুভ ও অসজ্জনগণের অশুভপ্রদ ) হে বামনদেব ! হে ভামন ! ( জ্ঞানাদিপ্রকাশ-প্রাপক ) হে সামন ? (সাম্যভাবপ্রাপক । ) হে সীমন ! ( মৰ্য্যাদারক্ষক ) হে শামন ! ( শমভাব প্রাপক । ) হে সানো ! ( সৰ্ব্বাধীর । ) আপনাকে বন্দন করি। হে শ্ৰীধর ! হে মঙ্গলাধার ! হে ভূমিধর ! হে জলধর ! হে মুক্তগণের, আশ্রয় ! আপনাকে বন্দনা করি ॥ ৬ ॥ হে হৃষীকেশ! হে মুকেশ ! হে পরেশ ! হে ব্রহ্মদি শরণ্যদেবগণের অধীশ্বর ! হে চতুঃষষ্টিকলাধিপতে! হে বলাধিপতে ! হে উল্লমসুখপ্রদ! আপনাকে বন্দনা করি। হে পদ্মনাভ ! হে কল্যাণকর ! হে লোক ভারধারক ! হে সৰ্ব্বধারক ! হে বহুরূপ : আপনাকে বন্দনা করি ॥ ৭ ৷ [ >२ ]