পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থ সপ্তমোহ ধ্যায়ঃ বিশ্বস্থিতি-প্রলয়-সর্গ মহাবিভূতিবৃত্তি-প্রকাশনিয়মাবৃতি-বন্ধ-মোক্ষাঃ। যস্ত অপাঙ্গলবমাত্ৰত উজ্জিত স শ্রীর্যৎকটাক্ষ-বলবত্যজিতং নমামি ৷ ১ ৷ ব্রহ্মেশ-শক্র-রবি-ধৰ্ম্মশশাঙ্কপূর্ব-গীৰ্ব্বাণ-সন্ততিরিয়ং যদপাঙ্গলেশম্। আশ্রিত্য বিশ্ববিজয়ং বিস্থজত্যচিন্ত্যা শ্রীর্ষৎকটাক্ষবলবত্যজিতং নমামি ৷ ২ ৷ ' ধৰ্ম্মার্থকাম-সুমতিপ্রচয়াদ্যশেষ-সন্মঙ্গলং বিদধতে যদপাঙ্গলেশম্। আশ্রিত্য তৎপ্ৰণত-সৎপ্রণতা অপীড্যা শ্রীর্যৎকটাক্ষ-বলবত্যজিতং ք** த নমামি ॥ ৩ ॥ যাহার অপাঙ্গভঙ্গীহেতু এই বিশ্বের স্বষ্টি, স্থিতি, প্রলয়, মহাবিভূতি, বৃত্তিসমূহের প্রকাশ, নিয়মন ও আবরণ এবং বন্ধ মোক্ষ সাধিত হয়, সেই প্রবল শ্ৰীদেবী র্যাহার কটাক্ষপাতে বলবতী, সেই অজিতকে নমস্কার ৷ ১ ৷৷ ব্ৰহ্মা, শস্তু, ইন্দ্র, স্বৰ্য্য, যম, চন্দ্র প্রভৃতি দেবগণ র্যাহার অপাঙ্গদৃষ্টির লেশমাত্র আশ্রয় করিয়া এই বিশ্বে উৎকৃষ্টরূপে বিরাজমান, সেই অচিন্তস্বরূপ শ্ৰীদেবী র্যাহার কটাক্ষপাতে বলবতী, সেই অজিতকে নমস্কার ৷ ২ ৷৷ இது_ যাহার অপাঙ্গভঙ্গ আশ্রয়পূর্বক তাহার প্রতি প্রণত এবং সজ্জনগণকর্তৃক সন্মানিত পুরুষগণ ধৰ্ম্ম, অর্থ, কাম ও উত্তম জ্ঞানরূপ অশেষ পরম-মঙ্গল বিধান করেন, সেই শ্ৰীদেবী র্যাহার কটাক্ষপাতে বলবতী, .সেই অজিতুকে নমস্কার ॥৩। ( అ ]