পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মদ্বাদশ-স্তোত্রমূ—সপ্তমোহধ্যায়ঃ ষড় বর্গনিগ্রহ-নিরস্ত সমস্তদোষ ধ্যায়ন্তি বিষ্ণুমূষয়ে যদপাঙ্গলেশম। আশ্রিত যানপি সমেত্য ন যাতি দুঃখং শ্রীর্যৎকটাক্ষ-বলবত্যজিতং নমামি ৷৷ ৪ ৷ শেষাহিবৈরি-শিব-শত্ৰ-মনুপ্রধান-চিত্রোরু-কৰ্ম্মরচনং যদপাঙ্গলেশম্। আশ্রিত্য বিশ্বমখিলং বিদধাতি ধাতা শ্রীর্ষৎকটাক্ষ-বলবত্যজিতং C নমামি ॥ ৫ শক্রোগ্রদীধিতি হিমাকর-সূৰ্য্যসূনু পূৰ্ব্বংনিহত্য নিখিলং যদপাঙ্গলেশম আশ্রিত্য নৃত্যুতি শিবঃ প্রকটােরুশক্তিঃ শ্ৰীৰ্ষৎকটাক্ষ বলবত্যজিতং নমামি ॥ ৬ ॥ কামাদি ষড় বর্গ-বিজয়হেতু যাহাদের সমস্ত দোষ নিরস্ত হইয়াছে এবং র্যাহাঁদের সঙ্গবশতঃ অপর লোকও দুঃখভাগী হয় না, তাদৃশ ঋষিগণ যাহার অপাঙ্গভঙ্গী আশ্রয় পূর্বক শ্ৰীবিষ্ণুর ধ্যানে নিরত, সেই শ্ৰীদেবী যাহার কটাক্ষপাতে বলবতী, সেই অজিতকে নমস্কার ॥ ৪ ॥ ** * শ্ৰীদেবীর অপাঙ্গভঙ্গী শেষ, গরুড়, শিব, ইন্দ্র ও মন্থপ্রমুখ পুরুষুগণের বিচিত্র মহৎকৰ্ম্মানুষ্ঠানে প্রেরণা দান করে এবং যে অপাঙ্গভঙ্গী আশ্রয়পূর্বক ব্ৰহ্মা নিখিল ব্রহ্মাণ্ডের স্বষ্টি করেন, সেই ত্রদেবী যাহার কটাক্ষপাতে বলবতী, সেই অজিতকে নমস্কার ॥ ৫ ॥ যাহার অপাঙ্গভঙ্গী আশ্রয়পূর্বক প্রকট-মহাশক্তিশালী শিব, ইন্দ্র, স্বর্য, চন্দ্র ও শনিপ্রমুখ নিখিল বিশ্বের সংহার করিয়া তাওবরত, সেই শ্ৰী যাহার কটাক্ষপাতে বলবতী, সেই অজিতকে নমস্কার ॥৬ ॥ [ २१ ] WD