পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচাৰ্য্য শ্ৰীমধব তৎপাদপঙ্কজ-মহাসনতামবাপ শর্ববাদি-বন্দ্যচরণো যদপাঙ্গলেশম্। আশ্রিত্য নাগপতিরন্তস্থরৈদুরাপীং শ্রীর্ঘৎকটাক্ষ-বলবত্যজিতং নমামি ॥ ৭ ॥ নাগারিরুগ্র-বলপৌরুষ আপ বিষ্ণেবিবাহতুমুত্তমজবো যদপাঙ্গলেশম্। তাশ্রিত্য শক্রমুখদেবগণৈরচিন্ত্যং শ্রীর্যৎকটাক্ষ-বলবত্যজিতং নমামি ॥ ৮ ॥ আনন্দতীর্থমুনি-সন্মুখ-পঙ্কজোথং সাক্ষাদ্রমহিরিমনঃপ্রিয়মুত্তমাৰ্থম। 疊 ভক্ত্যা পঠত্যজিতমাত্মনি সন্নিধায় যঃ স্তোত্রমেতদভিযাতি তয়োর ভীষ্টম ॥ ৯ ॥ 'த். ইতি সপ্তমোহ ধ্যায়ঃ সমাপ্তঃ শন্তু প্রমুখ দেবগণেরও পূজ্যপাদ নাগরাজ র্যাহার অপাঙ্গভঙ্গী আশ্রয়পূৰ্ব্বক অপর দেবগণের দুল্লভ, শ্ৰীহরিপাদপদ্মযুগলের উত্তম আসন-স্বরূপ হইয়াছেন, সেই শ্ৰীদেবী র্যাহার কটাক্ষপাতে বলবতী, সেই অজিতকে নমস্কার ॥ ৭ ॥ প্রবল-পৌরুষশালী মহাবেগবান শ্ৰীগরুড় র্যাহার অপাঙ্গভঙ্গী অপ্ৰয়পূৰ্ব্বক বিষ্ণুর বাহনত্ব লাভ করিয়াছেন, সেই শ্ৰীদেবী বাহার কটাক্ষপাতে বলবতী, সেই অজিতকে নমস্কার ॥ ৮ ॥ (; যিনি হৃদয়ে অজিত শ্ৰীহরির ধানপূৰ্ব্বক আনন্দতীর্থ মুনিবরের শ্ৰীমুখবিনির্গত এবং শ্ৰীদেবী ও শ্ৰীহরির প্রতিপ্রদ এই উত্তম-অর্থবিশিষ্ট স্তব পাঠ করেন, তিনি নিজ অভীষ্ট লাভ করেন ॥ ৯ ॥