পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীমদ্বাদশ-স্তোত্রমূ—অষ্টমোহধ্যায়ঃ ধাৰ্য্যতে যেন বিশ্বং সদাজাদিকং বার্য্যতেহুশেষত্নঃখং নিজধ্যায়িনাম পাৰ্য্যতে সৰ্বমন্তৈৰ্যদাহপাৰ্য্যতে কাৰ্য্যতে চাখিলং সর্বভূতৈঃ সদা ॥৯॥ সৰ্ব্বপাপানি যৎসংস্মৃতেঃ সংক্ষয়ং সৰ্ব্বদা যান্তি ভক্ত্যা বিশুদ্ধাত্মনাম। শর্বর্ব-গুর্ববাদি-গীর্ববাণ-সংস্থানদঃ কুৰ্ব্বতে কৰ্ম্ম যৎপ্রীতয়ে সজ্জনাঃ ॥ অক্ষয়ং কৰ্ম্ম যস্মিন পরে স্বপিতং প্রক্ষয়ং যান্তি দুঃখানি যন্নামতঃ । অক্ষরে যোহজরঃ সর্ববদৈবামৃতঃ কুক্ষিগং যস্ত বিশ্বং সদ্যজাদিকম্ ॥ নন্দতীর্থোরু-সন্নামিনে নন্দিনঃ সন্দধানাঃ সদানন্দদেবে মতিম্। মন্দহাসারুণাপাঙ্গ-দত্তোন্নতিং নন্দতাশেষ-দেবাদিবৃন্দং সদা ॥ ১২ ॥ ইতি অষ্টমোহধ্যায়ঃ সমাপ্তঃ যিনি চতুর্মুখ-প্রমুখ সকলকে চিরকাল ধারণ করেন, নিজধ্যানরতগণের অশেষ দুঃখ বারণ করেন, অপরের পরিত্যক্ত অসাধ্য কৰ্ম্মের সাধন করেন এবং ভূতগণদ্বারা সৰ্ব্বদা বিশ্বস্বষ্টি করেন। ৯ ॥ ভজনগুদ্ধচিত্ত পুরুষগণের সর্ববিধ পাপরাশি যাহার স্মরণে সৰ্ব্বদা বিনষ্ট হয়, যিনি শিব-বৃহস্পতি-প্রমুখ দেবগণের স্থিতিপ্রদ এবং র্যাহার প্রীতির জন্ত সজ্জনগণ সৰ্ব্বকৰ্ম্মের অনুষ্ঠান করেন ॥ ১০ ॥ • যে পরমপুরুষে সম্যগ ভাবে অর্পিত হইলে কৰ্ম্মসমূহ অক্ষয় হয়, র্যাহার নামোচ্চারণে দুঃখরাশি বিনষ্ট হয়, যিনি নিত্যকাল অজর অমৃত অক্ষয়বস্তু এবং চতুৰ্ম্ম খাদি এই বিশ্ব সৰ্ব্বদা র্যাহার কুক্ষিগত ॥ ১১ ॥ হে মানবগণ ! আপনার আনন্দতীর্থ এই উত্তমনামধারী ব্যক্তির আনন্দদায়ক হইয়া (সেই) সদানন্দময় দেব শ্ৰীহরির প্রতি মতি ধারণপূর্বক তদীয় মৃদুহান্তবিমিশ্রিত অরুণ-কটাক্ষপাতদ্বারা প্রদত্ত উন্নতির অধিকারী দেবাদি অশেষ জীবগণকে সৰ্ব্বদা আনন্দিত করুন ॥ ১২ ॥