পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়—শ্ৰীমধব বায়ুর তৃতীয় অবতার জ্ঞান-প্রচারার্থ পূর্ণপ্রজ্ঞ’ নামক পুরুষকে অবতীর্ণ করাইয়াছিলেন অর্থাৎ পৃথিবীতে জ্ঞান-প্রচারার্থ পূর্ণপ্রজ্ঞ-নামক বায়ুর তৃতীয়াবতারের আবির্ভাবের কথা বেদে শ্রত হইয়া থাকে। এইরূপ জ্ঞানপূর্ণ মধবাচাৰ্য্য হইতে শিবাদি দেবতাগণ স্তোত্রাদিপ্ৰণিপাত-পরিপ্রশ্ন সেবাসহকারে পুরুষোত্তম বিষ্ণুর গুণাবলী শ্রবণ করিয়াছিলেন। যেহেতু প্রকৃষ্ট জ্ঞান-প্রকাশবান বায়ুরূপ মধবাচাৰ্য্য জগতে আবিভূত হইবামাত্রই শাস্তাদিমন্থন করিয়া স্বীর হৃদয়গুহায় অবস্থিত বিষ্ণুর সৰ্ব্বোত্তমত্ব প্রচার করিয়াছিলেন ॥ ১৩ ॥ বায়োদিব্যানি রূপাণি পদ্মত্রয়যুতানি চ। ত্রিকোটিমূৰ্ত্তিসংযুক্তস্ত্রেতায়াং রাক্ষসান্তকঃ ॥ ৰংপুরাণোক্ত হনুমানিতি বিখ্যাতে রামকাৰ্য্যাধুরন্ধর । প্রমাণ সবায়ুভীমসেনোভূদ্বাপরান্তে কুরূদ্বহঃ ॥ কৃষ্ণং সংপূজয়ামাস হত্বা দুৰ্য্যোধনাদিকান ৷ দ্বৈপায়নস্ত সেবাৰ্থং বদর্য্যাং তু কলে যুগে । বায়ুশ্চ যতিরূপেণ কৃত্বা দুঃশাস্ত্রখণ্ডনম ৷ ততঃ কলিযুগে প্রাপ্তে তৃতীয়ে মধ্বনামকঃ । ভূরেখাদক্ষিণে ভাগে মণিমদগৰ্ব্বশাস্তয়ে। . ধিকুলবন তৎপ্রভাংসদ্যোইবতীর্ণেহত্র দ্বিজান্বয়ে। বায়ুপুরাণে বর্ণিত আছে যে,—প্রধান বায়ুব পদ্মত্রয়পরিমিত দিব্যরূপ বিরাজিত আছে । ত্রেতাযুগে ত্রিকোটিমুৰ্ত্তি-সংযুক্ত অর্থাৎ ত্রিকোটি অনুচরগণের অধিনায়ক রাক্ষসকুলের বিনাশক, রাম-সেবায় সৰ্ব্বাশ্রণী হনুমান’ নামে বিখ্যাত বায়ুর প্রথম অবতার । সেই বায়ুদেব দ্বাপরান্তে কুরুবংশে আবির্ভূত হইয়া ভীমসেন’ নামে খ্যাত হইয়াছিলেন [ २१ ]