পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীগুরুগৌরাঙ্গে জয়তঃ গ্রন্থকারের নিবেদন ওঁ বিষ্ণুপাদ শ্ৰীশ্ৰীল ভক্তিসিদ্ধান্তসরস্বতী গোস্বামি-প্রভুপাদ ও তদভিন্নবিগ্রহ তদধস্তন শ্ৰীশ্ৰীব্ৰহ্মমাধবগৌড়ীয়-সম্প্রদায়ৈকসংরক্ষক আচাৰ্য্যবৰ্য্য পরমহংস ওঁবিষ্ণুপাদ শ্ৰীশ্ৰীল অনন্তবাস্থদেব পরবিদ্যাভূষণ গোস্বামিপ্রভুর কৃপাণীৰ্ব্বাদে ভক্ত ও সজ্জনগণের চির-আকাজিহ্মত সচিত্র শ্ৰীশ্ৰীমধবচরিতগ্রন্থ এই সৰ্ব্বপ্রথম এরূপ বিস্তৃতভাবে বঙ্গভাষায় প্রকাশিত হইল। ভগবান শ্ৰীশ্ৰীগৌরসুন্দর, শ্রীশ্রীনিত্যানন্দ ও শ্রীশ্রীঅদ্বৈতপ্রভু যে শ্ৰীব্ৰহ্মমাধব: সম্প্রদায়কে স্বীকার করিবার লীলা প্রকাশ করিয়াছেন, শ্রীচৈতন্যপাদপদ্মাশ্রিত গৌড়ীয়গণ আপনাদিগকে যে “শ্রীব্রহ্মমাধবগৌড়ীয়” বা “শ্ৰীমাধবগৌড়ীয়” বলিয়া পরিচয় প্রদান করেন, সেই পূৰ্ব্বাচাৰ্য্য শ্ৰীশ্ৰীমন্মধেবর চরিত্র ও শিক্ষা সম্বন্ধে আমরা অনেকেই অনভিজ্ঞ । এই তানভিজ্ঞতা দূরীকরণার্থ ও বিষ্ণুপাদ শ্ৰীশ্ৰীল ভক্তিসিদ্ধান্তসরস্বতী গোস্বামী প্রভুপাদ এই “বঙ্গদেশে শ্ৰীমন্মধবাচার্য্যের চরিত্র ও মৌলিক গ্রন্থাদি আলোচনা করিবার সৰ্ব্বপ্রথম প্রেরণ প্রদান করেন । শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের আদেশক্রমে বৈষ্ণবমঞ্জু শামক বৈষ্ণব-বিশ্বকোষ-সঙ্কলনে উদ্যোগী হইয়া শ্রীল প্রভুপাদ শ্ৰীমুধবাচার্য্যের মৌলিক গ্রন্থসমূহ বিশেষভাবে অনুশীলন, শ্ৰীমধবাচার্য্যের আবির্ভাবস্থলী ও লীলাক্ষেত্রসমূহে বিচরণ ও সেই সকল প্রদেশ হইতে বহু তথ্য আহরণ-পূর্বক সেই সকল মৌলিক দুষ্প্রাপ্য তথ্যরাজি বঙ্গভাষায় ‘শ্রীসজ্জনতোষণী’, ‘গৌড়ীয়’, ‘দৈনিক নদীয়াপ্রকাশ’, ‘Harmonist? প্রভৃতি সাময়িকপত্রে তথা শ্রীচৈতন্যচরিতামৃতের অনুভাষ্য, প্রত্নগিবত,