পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য মধব “ত্রিশতাদোত্তরচতুঃসহস্রাব্দেভ্য উত্তরে । একোনচত্বারিংশাব্দে বিলম্বিপরিবৎসরে ॥ আশ্বিজ-শুক্লদশমী-দিবসে ভুবি পাবনে । পাজকীখ্যে গুচিক্ষেত্রে দুর্গয় চাভিবীক্ষিতে ॥ জাতো মধ্যাহ্ন-বেলায়াং বুধবারে মরুত্তমুঃ । ভূহুরেন্দ্রোপনীতে যঃ ততঃ একাদশাদকে ॥ সৌম্যে জগ্ৰাহ ভগ বান তুরীয়াশ্রমমুত্তমম্ | মধবনাম জিগায়ায়ং বাদিনে বাদকৌশলী । . একোনাশীতিবর্ষাণি নীত্ব মানুষদৃষ্টিগঃ । পিঙ্গলাব্দে মাঘশুদ্ধনবম্যাং বদরীং যযৌ ” শ্ৰীহৃষীকেশতীর্থের বিচার গ্রহণ করিলে শ্ৰীমন্মধবাচার্য্যের আবির্ভাবকাল ৪৩৩৯ কল্যবেদ নির্ণীত হয়। বর্তমানে তত্ত্ববাদিপঞ্জিকার মতে ৫০২৯ কল্যাদ চলিতেছে । ঐ পঞ্জিকার মতে লীমসেনের গদাপ্রহারে দুৰ্য্যোধনের পতনের পর যুধিষ্ঠিবের বাজারম্ভকাল হইতে কলিযুগাব্দ গণনা করা হয় । শ্ৰীমধেবর আবির্ভাবকাল শ্ৰীহনীকেশতীর্থের বিচারানুসারে ৪৩৩৯ কল্যব্দে স্থিরীকৃত হইলে বর্তমানকাল হইতে ৬৯০ বৎসর পূৰ্ব্বে শ্ৰীমধেবর আবির্ভাব হইয়াছিল জানা যায়। অনুমধবচরিতে ঐদীকেশতীর্থ বলেন, নারায়ণভট্ৰ-তনয় বাসুদেব পাজকাক্ষেত্রে ৪৩৩৯ কলিযুগাব্দে বিলম্বি বৎসরে আশ্বিন মাসের শুক্ল দশমী তিথিতে ( বিজয় দশমীতে ) বুধবারে মধ্যাহ্নকালে আবির্ভূত হন। অষ্টমতীয় বর্তমান তত্ত্ববাদিগণ অনেকেই ঐহৃষীকেশতীর্থের মতকে সমীচীন বলেন । কিন্তু এই বিচার সর্ববাদিসন্মত নহে। এই কাল বিষয়ক গবেষণায় আমরা সৰ্ব্বাগ্রে ছয়ট মূল প্রমাণ উদ্ধত করিতেছি ঃ– s «З) о l ঐহৃষীকেশতীর্থের মত