পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়—আচার্য্যের অভু্যুদয়-কাল-নির্ণয় (১) শ্ৰীভাণ্ডারকার দৃষ্ট পূৰ্ব্ব মঠ তালিকা এবং বায়ুপুরাণ প্রমাণ । ভাণ্ডারকার বলেন,—বার্হস্প ত্য বর্ষ নিরূপণ ব্যতীত অতি প্রাচীন মঠতালিকায় শকাদির উল্লেখ নাই | পর পর মঠ ৩ালিকায় গণনা দ্বারা অনুমানক্রমে শক বর্ষাদি নিরূপিত হইয়াছে। অদমার মঠস্বামী মহোদয়ের সমক্ষে শ্ৰীপদ্মনাভাচার্য্য সম্প্রতি উড় গীস্থ পণ্ডিতকুলকে আহবান পূর্বক বায়ুপুরাণ ও অন্তান্ত অপ্রামাণিক উদ্ধত শ্লোকাদি হইতে জানিয়াছেন যে, বিলম্বি বর্ষে মধেবর জন্ম হয় । বায়ুপুরাণের শ্লোকার্থ মাঘী শুক্ল সপ্তমী বিলম্বি বর্ষে আচার্য্যের জন্ম, আবার অন্ত শ্লোকের মতে ঐ বর্ষে বিজয় দশমীতে জন্ম হয় । _ (২) উড় পীস্থ অষ্টমঠস্বামিগণের এবং উত্তরাঢ়ী মূলমঠের তীর্থস্বামী মহোদয়ের মঠ-তালিকা | সৎকথা নামক কানাড়ি ভাষায় ভীমরাও স্বামিরাও লিখিত গ্রন্থ যাহা ধারবাড়ের প্রসাদ রাঘব যন্ত্র হইতে মুদ্রিত হইয়াছে। এই তালিকায় শ্ৰীমধেবর অভু্যুদয়-কাল বিলম্বি বর্ষে ১০৪০ শকাব্দ বলিয়া উল্লিখিত আছে । শ্ৰীমাধব পণ্ডিতগণ এই মঠ-তালিকাকে বিশেষ সন্মান করেন। কেহই ইহাতে সন্দিহান হইতে পারেন না। (৩) শ্ৰীমন্মধবাচাৰ্য্য স্বপ্রণীত মহাভারত-তাৎপৰ্য্য-নির্ণয় গ্রন্থে কালের বিষয় দুই স্থানে উল্লেখ করিয়াছেন,— প্রায়শে। রাক্ষসাশ্চৈব ত্বরি কৃষ্ণত্বমাগতে । শেষ যাস্তন্তি তচ্ছেষা অষ্টাবিংশে কলে যুগে। গতে চতুঃসহস্রাদে তমোগান্ত্রিশতোত্তরে ॥ ১• • ॥ তা, নি ৯ অধ্যায় । ভাণ্ডারকারের মত উত্তরাঢ়ী মঠের মঠ-তালিকার প্রমাণ মধের अशीडींबद्धতাৎপৰ্য্য নির্ণয়ের প্রমাণ [ రి) ]