পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্ষ্য মধব চতুঃসহস্ৰে ত্রিশতোত্তরে গতে সম্বৎসরাণান্তু কলে পৃথিব্যাম্। জাতঃ পুনব্বিপ্রতন্থ: স ভীমে দৈতৈনিগুঢ়ং হরিতত্ত্বমাহ ৷ ১৩১ ৷ তা, নি ৩২ অধ্যায়। মহাভারত-তাৎপৰ্য্য-নির্ণয়ের স্থানদ্বয়ে যে কালের উল্লেখ উদ্ধত উইল। তাহাতে শ্ৰীমধবমুনি ৪০০০ কল্যাদ অতীত হইলে পর অর্থাৎ চতুশ্চত্বারিংশ কলি-শতাব্দীতে র্তাহার উদয়কাল নিরূপণ করেন। ঠিক শতাব্দী প্রারম্ভেই তাহার উদয়কাল এরূপ কথার নির্দেশ নাই । বিলম্বি বর্ষে তাহার জন্ম হয়,—একথা ভাণ্ডারকার দৃষ্ট পূৰ্ব্বমঠ-তালিকাতে উল্লেখ আছে। আবার দেখা যায়, পর মঠ-তালিকার নিরূপিত শক এবং স্মৃত্যর্থসাগরলিখিত শক পরস্পর ভিন্ন হইলেও উভয়েই পরে বিলম্বীকে আশ্রয় , পূর্বক শকে পরিণত করিয়াছেন। দক্ষিণদেশে বাৰ্হস্পত্যবর্ষের যথেষ্ট প্রচলন পূৰ্ব্বে ছিল । পরে ক্রমশঃ শকাদি লিখিত হয় । সুতরাং ৪৩০০ কল্যাদকে শকে পরিণত করিয়াই শ্ৰীকৃষ্ণ স্বামী আয়ার এবং দক্ষিণ কানাড় জিলা ম্যামুয়েল গ্রন্থে ১১২১ শকাবায় অর্থাৎ কল্যবদ ৪ ৩• • বর্ষে শ্ৰীমধেবর আবির্ভাব স্থির করেন। ডাক্তার বুকানন ১৭৯৯ খ্ৰীষ্টাব্দে অর্থাৎ ১৭২১ শকাব্দে মহীশূর, কানাড়া ও ম্যালেবার রাজ্যের স্থানে স্থানে ভ্রমণ পূর্বক উডু গীতে পণ্ডিতমণ্ডলী আহবান করিয়া আচার্য্যের জন্মকাল ১১২১ শকাব্দ স্থির করিয়াছেন। বুকাননের মূল প্রমাণ আর কিছুই নাই। ( ৪ ) শ্ৰীমচ্ছলারিস্কৃতি হইতে শ্ৰীগোপীনাথরাও "দক্ষিণাপথে ছলারি নৃসিংহভূতির ঐবৈষ্ণবধৰ্ম্মের লঘু ইতিবৃত্ত গ্রন্থের দ্বিতীয় গবেষণা প্রমাণ খণ্ডে” শ্ৰীমধ্বের উদয়-কাল জ্ঞাপক এই শ্লোকদ্বয় উদ্ধার করিয়াছেন । s & H E)ని l