পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়—আচার্য্যের অভু্যদয়-কাল-নির্ণয় কলে প্রবৃত্তে বৌদ্ধাদি মতং রামানুজং তথা । শকে হেকোনপঞ্চাশদধিকাব্দে সহস্ৰকে ॥ নিরাকৰ্ত্তং মুখ্যবায়ু সন্মতস্থাপনায় চ। একাদশ-শতে শাকে বিংশত্যপ্তযুগে গতে ॥ " 螺 -কৃষ্ণাতীরস্থ বাইক্ষেত্রনিবাসী বালাচাৰ্য্যতনুজা উদ্ধবাচার্য্য, শ্ৰীমদ ইন্দিতীর্থ পূর্ণপ্রজ্ঞ-পাদ-প্রণীত “সৰ্ব্ব-মূল” গ্রন্থের ভূমিকায় এইরূপ লিখিয়াছেন ৪— “উৎসন্নামায়ং পুনর্নিরূপরিতুং রৌপ্যপীঠে মুল্পীঠে মধ্যগেহ স্কুগেহে আবিরাস ভগবান দশশত-তম-শক-শতকে শ্ৰীমৎপুর্ণপ্রজ্ঞঃ স্থপ্রজ্ঞঃ ” উক্তমেতচ্ছলারি-নৃসিংহাচাৰ্য্য-কৃত-স্মৃত্যর্থসাগরে । নৃসিংহাচার্য্যের মতে ১১•• শকাব্দে শ্ৰীমধ্বের আবির্ভাব-কাল । ( ৫ ) ঐনরহরি তীর্থের প্রস্তরফলকত্রয়ের আকিয়লজিক্যাল বিভাগ কর্তৃক যেরূপভাবে অর্থ সংগৃহীত হইয়াছে, তাহাতে জানা যায় যে, ১১৮৬ শকাব্দ হইতে ১২১৫ শকান্ধ পৰ্য্যন্ত উক্ত তীর্থস্বামী কলিঙ্গ 鲷 রাজ্যের শিশুরাজের অভিভাবক থাকিয়া নানানরহরিতীর্থের প্রস্তর ... a. প্রকার মহিমা বিস্তার করিতেছেন। পুরুষোত্তম C তীর্থের সন্ন্যাসী শিষ্য আনন্দতীর্থের নিকট নরহরি তীর্থ দীক্ষিত হইয়াছেন । আনন্দতীর্থ ব্যাসের বিপথগামী অনুচরবর্গকে দণ্ড দ্বারা সুপথে আনয়ন করিয়াছেন। আনন্দতীর্থের বাক্যাবলী পালন করিলে - জীব হরিপাদপদ্ম লাভ করেন । আনন্দতীর্থের বাক্য বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং তৎপাদপদ্ম-দানে সমর্থ। এই শিলালিপি ১২০৩ শকাব্দে খোদিত হয় । অধ্যাপক কিলহৰ্ণ এই প্রস্তর-ফলকের তারিখ ২৯শে মার্চ ১২৮১ খ্ৰীষ্টাব্দে স্থির করিয়াছেন । কুৰ্ম্মাচল চিকা [ రిరి