পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়—আচার্য্যের অভু্যদয়-কাল-নির্ণয় (৬) ভিন্ন ভিন্ন কাল-তালিকা হইতে জানা যায়, বিদ্যারণ্য, মধবশিষ্য অক্ষোভ্য ও বেদান্ত-দেশিক ত্রয়োদশ শক-শতাব্দীর মধ্যভাগে বর্তমান ছিলেন। এই প্রমাণগুলির মধ্যে কোনটী গ্রহণ করা কোন প্রমাণ গ্রহণযোগ্য, কৰ্ত্তব্য, তদ্বিষয়ে একটা শুদ্ধ মীমাংসা হওয়া উচিত । তদবিষয়ে বিচার ও প্রমাণগুলি আলোচনা করিলে আমরা দেখিতে সিদ্ধান্ত পাই, প্রথম প্রমাণ অন্ত প্রমাণাবলীর মধ্যে পরম্পর বিরুদ্ধ হইলেও অন্ত পাঁচটা প্রমাণের সকলগুলিরই পোষকতা করে। প্রথম প্রমাণের সহিত অদ্য প্রমাণগুলির বিরোধ নাই । দ্বিতীয় প্রমাণ স্বীকার করিলে যদিও প্রথম প্রমাণের সহিত বিরোধ হয় না, তথাপি তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ—এই প্রমাণ-চতুঃয়কে পরিত্যাগ করিতে হয় । তৃতীয় প্রমাণ শুদ্ধ বলিয়া গ্রহণ করিলে দ্বিতীয় ও চতুর্থ প্রমাণদ্বয় ত্যাগ করিতে হয়। চতুর্থ প্রমাণ স্বীকার করিলে যদিও প্রথম প্রমাণের সহিত বিরোধ হয় না, তথাপি দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ প্রমাণ-চতুষ্টয় ত্যাগ কুরিতে হয় । • পঞ্চম প্রমাণ শুদ্ধবলিলে দ্বিতীয় ও চতুর্থ প্রমাণ ব্যতীত প্রথম, তৃতীয় ও ষষ্ঠের বিরোধ হয় না । ষষ্ঠ প্রমাণ শুদ্ধ হইলে প্রথম, তৃতীয় ও পঞ্চম প্রমাণের সহিত বিরের হয় না এবং দ্বিতীয় ও চতুর্থ প্রমাণের সত্যতা থাকে না । এই প্রমাণগুলির প্রত্যেকট, ভিন্ন ভিন্ন পক্ষের বিরুদ্ধ যুক্তির দ্বার কিরূপ আক্রমণযোগ্য, তাহার পর্য্যালোচন করা আবশু্যক। শ্ৰীমধেবর নিজ-লিখিত গ্রন্থে, প্রস্তরফলকে বা ইতিহাসে প্রথম প্রমাণোক্ত বিলম্বী [ రిd ] @