পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়—আচার্য্যের অভু্যদয়-কাল-নির্ণয় বিরোধী হইলেও অন্ত চারি প্রকারের প্রমাণের বিরোধী নহে; পক্ষান্তরে, ১৯৪০ এবং ১১০ • শক পক্ষদ্বর শ্ৰীমধবাচার্য্যের নিজ লেখনীর প্রতিকূল । ১১৬০ শকাদীয় জন্মগ্রহণ করিলে চারিট প্রমাণ পক্ষাবলম্বন করে ; অথচ ১০৪ • পক্ষে বা ১১০০ পক্ষে প্রথম প্রমাণ অর্থাৎ বিলম্বী বর্ষ ব্যতীত অন্ত নিরপেক্ষ প্রমাণাভাব রহিয়াছে । ১১৬০ শক বিলম্বী বর্ষ । মধব-লিখিত ১১২১ শকাব্দের পর ১১৬০ শক । ১১৬০ শকে জাতব্যক্তির ১২০৩ শকের পূৰ্ব্বে নরহরি তীর্থকে সন্ন্যাস দিতে বাধা নাই, ১১৬০ শকে জাতব্যক্তির নিকট গৃহীত-সন্ন্যাস অক্ষাভ্য তীর্থ, বিদ্যারণ্য ও বেদান্ত-দেশিকের সমসাময়িক হইবার অযোগ্য নহেন। ইতিহাস ও প্রস্তর-ফলকাভাবে পূৰ্ব্ব পূৰ্ব্ব বিলম্বী বর্ষের উপর নির্ভর করাই স্বাভাবিক । তাহারাও এই দুইটার সাহায্য পাইলে ১১৬৪ শকাদাই এক বাক্যে স্থির করিতে পারিতেন । ১১ - ০ শকাব্দই মধবী বির্ভাব-কাল