পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o /وه শ্রীচৈতন্ত্যভাগবত ও প্রমেয়রত্নাবলী প্রভৃতি গ্রন্থের গৌড়ীয়-ভায্যে প্রচার করেন । শ্ৰীল প্রভুপাদ তাহার সম্পাদিত ১৮শ বর্ষ সজ্জনতোষণীর ১ম ংখ্যায় ‘শ্ৰীমধবমুনিচরিত’ ও ২য় সংখ্যায় ‘শ্ৰীজয়তীৰ্থ’ নামক প্রবন্ধে পূৰ্ব্বগুরু শ্ৰীমধ্বমুনি ও শ্ৰীজয়তীর্থের সংক্ষিপ্ত চরিত্র লিপিবদ্ধ করিয়াছেন। শ্ৰীল প্রভুপাদের শ্ৰীমুখে শ্রবণ করিয়াছি যে, বিস্তৃতভাবে শ্ৰীমধবাচার্য্যের চরিতগ্রন্থ-প্রণয়নের জন্য তিনি ঐ গ্রন্থের প্রথম অধ্যায় রূপে সজ্জনতোষণার অষ্টাদশ বর্ষের প্রথম সংখ্যায় ‘শ্ৰীমধবমুনি-চরিত’ প্রবন্ধটি লিখিয়াছিলেন । ইহা ঐ প্রবন্ধ পাঠ করিলেও বেশ বুঝা যায় । কারণ, ঐ প্রবন্ধটিতে কেবল শ্ৰীমন্মধবাচার্য্যের আবির্ভাবের স্থান, কাল ও পাত্র-সম্বন্ধে বিচার আছে । শ্রীল প্রভুপাদ তাহার এই অযোগ্যতম দাসাভাসকে একসময়ে ঐসজ্জনতোষণীতে প্রকাশিত ‘শ্রীরামানুজাচার্য্য’ ও ‘শ্ৰীমধবমুনিচরিত’ প্রবন্ধদ্বয় অনুসরণ ও অসমাপ্তাংশ সমাপ্ত করিয়া দুইটি বিস্তত গ্রন্থ প্রণয়ন করিবার জষ্ঠ আদেশ জ্ঞাপন করিয়াছিলেন। শ্রীল প্রভুপাদের প্রকটকালে তাহার সেই মনোহভীষ্টের সেবা করিতে সমর্থ হই নাই । শ্রীল প্রভুপাদের সেই আদেশের অনুসরণ ও তাহার কৃপাশাব্বাদ মস্তকে ধারণ করিয়া তাহার পঞ্চষষ্টিবৰ্ষপূৰ্বি-আবির্ভাব-তিথিতে শ্রব্যাসপুজোপলক্ষে এই গ্রন্থ প্রকাশিত হইল । 藝 * এই গ্রন্থের চরিতাংশ-সঙ্কলনের উপকরণরপে শ্ৰীমন্মধবাচায্যের গৃহস্থশিষ্য শ্রীত্রিবিক্রম পণ্ডিতাচার্য্যের আত্মজ শ্রীনারায়ণ পণ্ডিতাচার্য্যের রচিত ‘শ্ৰীমধববিজয়’ গ্ৰন্থকেই প্রধান ভাবে অবলম্বন করিয়াছি। শ্ৰমধ্ববিদ্যু দুরূহ সংস্কৃতভাষায় রচিত গ্রন্থ। শ্ৰীমন্মধবাচার্য্যের সিদ্ধান্ত ও উপদেশ ংগ্রহের জন্ত শ্ৰীমধবরচিত ব্রহ্মস্থত্রভাষাসমূহ ( ব্রহ্মস্থত্রভাষা, অণুভাষ্য ও অনুভাষ বা অনুব্যাখ্যান , তত্ত্বসংখ্যান, তত্ত্ববিবেক, উপনিষদভাষ্যসমূহ, গীতাতাৎপুর্ভু্যনির্ণয়, মহাভারত-তাৎপৰ্য্যনির্ণয়, শ্ৰীমদ্ভাগবত-তাৎপৰ্য্য,