পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هله সদাচারস্থতি, শ্ৰীকৃষ্ণামৃতমহার্ণব ও দ্বাদশস্তোত্র-গ্রন্থ তথা শ্ৰীজয়তীর্থ ও শ্ৰীবাদিরাজতীর্থস্বামীর কতিপয় মূল গ্রন্থ ও ভাষাদির সাহায্য গ্রহণ করিতে হইয়াছে। * শ্ৰীশ্ৰীল প্রভুপাদ স্বয়ং উড় পীতে শুভবিজয় করিয়া যে সকল তথা সংগ্রহপূর্বক আমাকে প্রদান করিয়াছিলেন, উহারও কোনও কোনও অংশ এই গ্রন্তে সন্নিবিষ্ট হইয়াছে। শ্রীশ্রীল আচাৰ্য্যদেব শ্ৰীমধ্বসম্প্রদায়ের গ্ৰস্তানুশীলন করিয়া যে সকল বিশেষ-বিশেষ তথ্য সংগ্ৰহ করিয়াছেন, তাহাও কৃপাপূর্বক তিনি আমাকে প্রদান করিয়াছেন। শ্ৰীমন্মধবাচার্য্যের উদাহৃত শ্রেীত বাক্যসমূহে অচিন্ত্যভেদাভেদসিদ্ধান্তের নির্দেশ ও শ্ৰব্ৰহ্মমাধবগৌড়ীয় সম্প্রদায়ের অন্তকুল বিচারপূর্ণ সিদ্ধান্তসমূহ শ্ৰীল আচাৰ্য্যদেবের কৃপায় প্রাপ্ত হইয়াছি । শ্রীল আচাৰ্য্যদেবের সম্পাদিত ‘অণুভাৰ্য্যম্ গ্রন্থ হইতেও এই গ্রন্থ-সঙ্কলনকালে সাহায্য গ্রহণ করিয়াছি । উড়পীর তত্ত্ববাদি-পণ্ডিত শ্ৰীমদ অদমার বিঠঠলাচাৰ্য দ্বৈতবেদান্তবিদ্বান, পণ্ডিতপ্রবর শ্রীপাদ নন্দলাল বিদ্যাসাগর কাব্যতীর্থ বি-এ, পণ্ডিতবর শ্ৰীযুক্ত শচীন্দ্রচন্দ্র চক্রবর্তী ষট্তীর্থ সুদর্শনবাচস্পতি, উপদেশক পণ্ডিত শ্ৰীপাদ রাধাগোবিন্দ ব্রহ্মচারী কাব্যপুরাণরাগতীর্থ, মহোপদেশক শ্রীপাদ প্রণবানন্দ ব্রহ্মচারী প্রত্নবিদ্যালঙ্কার, মহোপদেশক শ্ৰীপাদ নবীনকৃষ্ণ বিদ্যালঙ্কার প্রভৃতি পণ্ডিতবর্গ এই গ্রন্থসঙ্কলন-কার্য্যে কৃপাপূর্বক সহায়তা করিয়াছেন । গৌড়ীয় ষষ্ঠবর্ষে শ্ৰীমধবাচাৰ্য্য সম্বন্ধে মদ্রচিত কএকটি ধারাবাহিক প্রবন্ধ প্রকাশিত হইয়াছিল, তাহা হইতেও এই গ্রন্থের স্থানে স্থানে অনেক কথা "সঙ্কলিত হইয়াছে। কাশীর উত্তরাদিমঠের শ্ৰীমদ রঘুনাথতীর্থস্বামীও . শ্ৰীমধবাচার্য্যের একটি আলেখ্য-সংগ্রহে আমাকে সহায়তা করিয়াছেন। আধুনিক আধ্যক্ষিক-সম্প্রদায়ের কতিপয় পণ্ডিতস্মন্ত ব্যক্তি প্রকৃত তত্ত্ব • অবধারণ করিতে অসমর্থ হইয়া গৌড়ীয়-সম্প্রদায়কে শ্ৰীব্ৰহ্ম-মাধব-আমায়