পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য্য মধব যখন আবার তথা হইতে এই রজতপীঠপুরের পূর্বদিকের দেবালয়ে শ্ৰীহরিকে প্রণাম করিলাম, তখনও শ্রীহরি আমার সহায় ছিলেন । তারপর আমি যখন এখানকার পশ্চিমদিকের দেব-মন্দিরের ঠাকুরকে প্রণাম করিলাম, তখনও শ্রীহরি আমাকে কৃপা করিতেছিলেন ।” বালকের হাস্ত-মধুর-অস্ফুট-ছন্দে এই হরি-নির্ভরতার কথা শ্রবণ করিয়া মধ্যগেহ এবং উপস্থিত সকলেই বিস্মিত হইলেন । পুত্রবৎসল মধ্যগেহ বিষ্ণুর নিকট এই চঞ্চল বালকটর জন্য প্রার্থনা করিয়। বলিলেন,—“হে মধুস্থদন । এই হিংস্র-প্রাণীসন্ধুল পল'* *** ভয়ঙ্কর কাননের মধ্যে এই ইতস্ততঃ-ভ্রমণশীল চঞ্চল বালকের মঙ্গল প্রার্থন বালকটকে আপনি সৰ্ব্বদা রক্ষা করুন। আমি পুণ্যহীন, আমার এমন কিছু নাই, যাহাতে এ বালকের রক্ষা আমার দ্বারা হইতে পারে, আপনার সেবককে আপনি রক্ষা করিবেন।” মধ্যগেহ বিমান-পৰ্ব্বতাধিষ্ঠাত্রী বিষ্ণুপ্রিয়া যোগমায়া-দেবীকে লক্ষ্য করিয়া বলিলেন,—“হে বিষ্ণুভক্তিপ্রদারিনি যোগমারে । এই বিষ্ণুভক্তিপরায়ণ বালকটর যেন কোন বিঘ্ন উপস্থিত না হয়, তুমি এই বালকটকে রক্ষা করিয়া তাহার ভক্তি বিবৰ্দ্ধন করিও ” ব্রাহ্মণবর মধ্যগেহ এবং বেদবতী প্রাণ-পুতলি, পুত্ররত্ন বাসুদেবকে ক্রোড়ে স্থাপন করিয়া স্ব-গৃহে লইয়া আসিলেন এবং সৰ্ব্বদাই চোখের মণি’ করিয়া রাখিলেন ।