পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য্য মধব তারপর বাসুদেব মাতার সঙ্গে ঘৃতবল্লী গ্রাম হইতে পাজকাক্ষেত্রে স্ব-গৃহে ফিরিয়া গিয়া পুরাণ-প্রবীণ পিতার নিকট উপরি-উক্ত সমস্ত ঘটনা নিবেদন পূর্বক জিজ্ঞাসা করিল,—“পিতঃ ! বtহদেবের পিতার নিকট পুরাণকথক শিব এবং আমার ব্যাখ্যাত সিদ্ধান্তের নিজকৃত ব্যাখ্যার সমী- 萨 होनडा खिछाना *** *** ** ঠিক, তাহ। আপনি আমাকে বলিয়া দিন ।” পণ্ডিতবর মধ্যগেহ বলিলেন,— “বাসুদেব, তোমার ব্যাখ্যাই সমীচীন এবং মহাজনগণের সিদ্ধান্ত-সন্মত।” মধ্যগেহভট্ট এরূপ অল্পবয়স্ক পুত্র-রত্বের এই প্রকার সিদ্ধান্ত-জ্ঞান ও পাণ্ডিত্য-প্রতিভার কথা সবিস্ময়ে চিন্ত| করিতে লাগিলেন এবং বিচার করিলেন,—“আমার এই শিশু-পুত্রের এইপ্রকার স্বাভাবিক-পাণ্ডিত্যপ্রতিভা নিশ্চয়ই রজতপীঠপুরের অধিদেব আমার ইষ্টদেব আনন্তেশ্বরের দয়া-সভূত, নতুবা এই শিশু বালকে এরূপ গুণাবলী কোথা হইতে প্রকাশিত হইল ?” আর একদিন পুরাণকথক-শিরোমণি দ্বিজবর মধ্যগেছ বহু-জনপরিবৃত হইয়। সভা-মধ্যে পুরাণের কথকতা করিতে করিতে কোন একটী শ্লোকের ব্যাখ্যা পরিত্যাগ করিয়া যাওয়ায় শিশু বামুদেব রমণীয় বচন-বিস্তাসে সকলের চিত্ত হরণ পূৰ্ব্বক পিতাকে ঐ ব্যাখ্যা-পরিত্যক্ত শ্লোকের পুনরায় ব্যাখ্যা করিতে বলিল। তখন মধ্যগেহ ভট্ট ঐ শ্লোকের ব্যাখ্যা-প্রসঙ্গে শ্লোকোল্লিখিত বহু বৃক্ষবাচক-শব্দের অর্থ বলিলেন ; কিন্তু তন্মধ্যে “লিকুচ’-শব্দটর অর্থ না করায় বাসুদেব পিতাকে মৃদুমধুরস্বরে বলিল,—“পিতঃ ! আপনি ঐ লিকুচ'-শব্দটার কোন ব্যাখ্যা না করিয়া শ্লোক ব্যাখ্যা করিতেছেন কেন ?” বামুদেবের sä. I & 8 | পিতার পুরাণ-পাঠকালে বান্বদেবের প্রশ্ন