পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায়—বাসুদেবের বিদ্যারস্ত প্রশ্নের উত্তর মধ্যগেহ ভট্ট কিম্ব সভাস্থ কোন লোকই দিতে পারিলেন না ; ইহাতে সভাস্থ সকলেই ঐ শব্দটার অর্থ জানিবার জন্য অত্যন্ত উৎসুক হইয়া পড়িলেন। বালক বাস্থদেব ঐ শব্দের অর্থ ও সুন্দর তাৎপৰ্য্য ব্যাখ্যা করিয়া সভাস্থ সকলের নিকট বাস্থদেবের ‘লিকুচ’ ...... হইতে অসামান্ত সন্মান লাভ করিল। পিতা দিনের পর দিন পুত্র-রত্বের এই প্রকার অলৌকিকপ্রতিভার উদাহরণ প্রত্যক্ষ করিয়৷ শ্ৰীহরির নিকট পুত্রের কেবল মঙ্গল কামনা করিতে থাকিলেন ।