পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায়—গুরু-গৃহে বামুদেব বৃহস্পতি-ইন্দ্র-প্রমুখ সুরপুরবাসিগণ সৰ্ব্বদা যাহার চরণ-রেণু বন্দনা করেন, তিনি আজ ছদ্ম-মানব-বিগ্রহ ধারণ করিয়া বালক বাসুদেবরূপে • বেদাদিশাস্ত্র অধ্যয়ন করিতেছিলেন । যদিও তিনি বাহিরে সাধারণ অজ্ঞজনের ন্যায় পাঠাদি অভ্যাস করিতেন, তথাপি স্বভাবতঃই র্তাহার হৃদয়ে নিখিল-বেদাদি-বিদ্যা অপরাপর কলা-বিদ্যার সহিত চক্রপাণি শ্ৰীহরিকে কেন্দ্রীভূত করিয়া সৰ্ব্বদাই বিরাজমান ছিল । বালক বাসুদেব মাতা-পিতার পরম আদরের সন্তান ছিল । বালকে স্বভাবতঃই যে স্নেহাকর্ষণী সম্মোহন-বিদ্যা দেদীপ্যমান ছিল, তাহাতে স্নেহ-বিগ্রহ মাতা-পিতার কথা দুরে থাকুক, যে কোন ব্যক্তি বালককে অাদর না করিয়া থাকিতে পারিতেন না । সেইরূপ অাদর ও মেহমুখে সম্বদ্ধিত বাসুদেব গুরুগৃহে পাঠের বিরাম হইবামাত্র গুরুদেবের অসাক্ষাতেই অনেক সময় অন্যান্ত ব্ৰহ্মচারী বালক ও বয়স্যগণের সহিত খেলা করিবার জন্য যেখানে সেখানে চলিয়া যাইত এবং বয়স্ত বালকগণের সহিত পণ রাখিয়া নানাপ্রকার খেলায় প্রমত্ত হইত। কোন সময় বয়স্তগণকে ডাকিরা বলিত,—“দেখা যাউক, কে কত শীঘ্ৰ দৌড়াইতে পারে ” .এইরূপ প্রতিযোগিতার পণ লইয়া বাহুদেব তদপেক্ষ অধিক-বয়স্ক, সম-বয়স্ক ও অল্পবয়স্ত্র বালকগণের সহিত বিস্তৃত প্রান্তর-মধ্যে দৌড়াইতে আরম্ভ করিত। আশ্চর্য্যের বিষয় এই, তদপেক্ষা সমধিকবয়স্ক বালকগণও বাসুদেবের সহিত কখনই প্রতিযোগিতায় জয়ী হইতে পারিত না , প্রত্যেকবারেই বাসুদেব সকলের অগ্রগামী এবং সৰ্ব্বাপেক্ষ দ্রুতগামী হইয়া সকলকে পরাভূত করিত । বাসুদেবের ক্রীড়াময় চাঞ্চল্য [ అని ] Q