পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য্য মধ্ব বাসুদেব কখনও বা উল্লম্ফন-ক্রীড়ায় বয়স্তাগণের সহিত প্রতিযোগিতার পণ রাখিয়া সহচরগণকে পরাজিত করিত। বামুদেবের ন্তায় জলক্রীড়া এবং সস্তরণাদি-কার্য্যে নিপুণ আর কেহই গতা, Es সস্তরণ প্রতিযোগি ছিল না। সস্তরণ-প্রতিযোগিতায় সে সকলকে ‘ভীম'-অাখ্যা পরাভূত করিয়াছিল । কখনও বা বাসুদেব তাহার সহচরগণকে মল্লযুদ্ধে আহবান করিত। তাহারা সকলেই সৰ্ব্বক্ষণ প্রাণপণে বাসুদেবকে পরাভূত করিবার চেষ্ট করিত, কিন্তু বালক বাসুদেব হাসিতে হাসিতে অতি সহজে সকলকে ভূপাতিত করিয়া দিত। এই মল্লযুদ্ধে নানাপ্রকার অদ্ভুত কৌশল ও নিপুণত প্রদর্শন করায় বয়স্তগণ বাসুদেবকে উপমাচ্ছলে ‘ভীম বলিয়া ডাকিত । কিন্তু এ উপমা কেবল উপমা নহে, ইহা প্রকৃতই সত্য । বাসুদেব-ভীমেরই অবতার। বালক বাসুদেবের পাঠে এই প্রকার অমনোযোগ, বয়স্তগণের সহিত যখন তখন ক্রীড়ামোদ এবং নানঃপ্রকার চাপল্যের কথা নিয়া উপাধ্যায় বিশেষ অসন্তুষ্ট হইলেন । বাসুদেব નાના કરાર *" পাধ্যায় বিশেষ অসন্তুষ্ট হইে 장 arনpন সৰ্ব্বদাই এইরূপ খেলার মত্ত থাকায় রীতিমত বেদাদি পাঠ করিত না, ভোজনের জন্ত বাহির হইতে । অনুসন্ধান করিয়া ডাকিয়া অনিলে ভোজন করিয়াই আবার তৎক্ষণাৎ খেলা করিবার জন্য বাহিরে চলিয়া যাইত এবং অতি বিলম্বে গৃহে ফিরিত । ইহা দেখিয় উপাধ্যায় মহাশয় বালক বামুদেবের প্রতি বিশেষ অসন্তুষ্ট হইলেন এবং একদিন পাঠকালে বাসুদেবকে অদ্যমনস্ক দেখিয়া কোপ প্রকাশপূর্বক বলিলেন,—“বাসুদেব ! তুমি প্রবঞ্চক ইয়। পড়িয়াছ, প্রত্যহই আমার অজ্ঞাতসারে বালকগণকে লইয়া নানাপ্রকার Q [ १० ]