পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায়—গুরু-গৃহে বাস্থদেব । এবং ঐ উপনিষদের গুঢ় সিদ্ধান্ত উপাধ্যায়ের নিকট ব্যাখ্যা করিলেন । উপাধ্যায় ঐতরেয়-উপনিষদের এরূপ সুন্দর ব্যাখ্যা কোনদিন কোথায়ও শ্রবণ করেন নাই । কিন্তু বামুদেব ঐতরেয়োপনিষদের প্রতি মন্ত্রকে বিষ্ণুভক্তিপর ব্যাখ্যা করিয়া উপাধ্যায়ের বিস্ময় উৎপাদন করিলেন । বাস্থদেব ঐতরেয়-শ্রতি-তাৎপৰ্য্য ব্যাখ্যামুখে-গোবিন্দভক্তিরূপ অমূল্যনিধি আচাৰ্য্যকে গুরুদক্ষিণস্বরূপ প্রদান করিলেন । বাসুদেবের গুরুকুল-বাসের কাল সমাপ্তপ্রায় হইলে দেবতাগণ বাসুদেবের নিকট উপস্থিত হইয়া প্রার্থনা জানাইলেন যে, বাসুদেব জগতে তুষ্ট-দমন ও শিষ্টগণের সন্তোষ উৎপাদনের জন্ত ভগবদিচ্ছায় আগমন করিয়াছেন ; নিখিল ব্রহ্মবিদ্যা বিদ্যাপতি শ্ৰীহরির সহিত স্বতঃ-সিদ্ধভাবে র্তাহাতে বিরাজমান, কাজেই তাহার গুরুগৃহে আর অধিক সময়ক্ষেপের আবশু্যক নাই । জগৎ নাস্তিক্যবাদে পরিপ্লাবিত হইয়াছে। প্রচ্ছন্ন বৌদ্ধবাদরূপ রাহু সুদৰ্শন-সুৰ্য্যের প্রভাকে লোকলোচনের নিকট আচ্ছাদিত করিয়াছে ; সুতরাং সেই মায়াবাদরূপ অন্ধকার বিদূরিত করিবার জন্য তিনি প্রোজ্জল জ্যোতিষ্করূপে প্রকাশিত ইউন । জগদগুরু বাসুদেব দেবতাগণের এই বাক্য শ্রবণ করিয়। বিশেষ আনন্দিত হইল এবং স্বাভিপ্রেত কাৰ্য্য সাধনের জন্ত গুরুর নিকট অনুমতি গ্রহণ করিল। দেবতাগণের আবেদন, বাসুদেবের গুরুর অনুমতি-গ্ৰহণ