পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য্য মধব এবং ব্রহ্ম-মাধবামায়-স্বীকারকারী শ্ৰীকৃষ্ণচৈতন্তদেব পরবর্তিকালে বৈদিক একদও-সন্ন্যাস স্বীকার করিয়াও তাহার মধ্যে ত্ৰিদণ্ড ও জীবদণ্ড এই দণ্ড-চতুষ্টয়ে বাসুদেব, সঙ্কর্ষণ, প্রত্যুম্ন, অনিরুদ্ধ বামদেবের একদণ্ড সন্ন্যাস গ্রহণের ব্যুহ-চতুষ্টয়ই—সেই বিষ্ণু-বৈষ্ণব-সমন্বিত একলकांद्रन् বিষ্ণু,—ইহা প্রদর্শনার্থ বাহে একদও স্বীকারের লীলা প্রদর্শন করেন । মধ্যগেহ-নন্দন বাসুদেব বিষ্ণু-বিদ্বেষিগণকে দণ্ডিত করিবার জন্ত দণ্ড-ধারণ করিতে কৃতসঙ্কল্প হইলেন এবং বিষয়-পরিত্যাগে দৃঢ়নিশ্চয় হইয়৷ শ্ৰীহরির অনুজ্ঞা লাভের জন্ত শ্ৰীহরিকে প্রণাম করিলেন । বাসুদেবের মাতা-পিতা বালককে এইরূপ প্রণাম করিতে দেখিয়। জিজ্ঞাসা করিলেন, “বৎস! তুমি উদাসীনের মত কাহাকে লক্ষ্য করিয়া প্রণাম করিতেছ ? তুমি বালক, তোমাতে এই প্রকার উদাসীনতা শোভা পায় না, ইহার কারণ কি, আমাদের নিকট ব্যক্ত করিয়া বল।” বাসুদেব তখন মাতা-পিতাকে বলিলেন,—“আমি জগদগুরু বাসুদেবের উদ্দেশু্যে প্রণাম করিতেছি ।” একদিন বাসুদেব হস্তে একখানি যষ্টি ধারণ পূর্বক পিতার নিকটু উপস্থিত হইয়া বলিলেন,—“পিতঃ, আমি অধ্যয়ন সমাপ্ত করিয়াছি ।" এখন মায়াবাদ খণ্ডন করিয়া জগতে বৈষ্ণব-সিদ্ধান্ত প্রচার করিব।” মধ্যগেহ বালকের এইরূপ বাক্য শ্রবণ করিয়া বলিলেন,—“যদি তোমার দ্যায় একটা সামান্ত বালক মায়াবাদ নিরাস করিয়া জগতে বৈষ্ণব-সিদ্ধান্ত প্রচার করিতে সমর্থ হয়, তাহা হইলে তোমার হস্তধৃত শুষ্ক যষ্টিখণ্ডের পক্ষেও মহা-বৃক্ষরূপে পরিণত হওয়া অসম্ভব মহে” অর্থাৎ যেমন বামদেবের সিদ্ধান্ত প্রচারে দৃঢ়সঙ্কল্প [ r8 。 Ekstä