পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ অধ্যায় অচু্যতপ্রেক্ষ রজতপীঠপুরস্থ মাধ্বগণ বলেন,—হংসন্ধপী নারায়ণ হইতে চতুর্মুখ ব্ৰহ্মা দিব্যজ্ঞান লাভ করিয়াছিলেন। ব্ৰহ্মা হইতে চতুঃসন, চতুসন হইতে দুৰ্ব্বাসা বৈষ্ণবী-দীক্ষায় দীক্ষিত হন । দুৰ্ব্বাস হইতে পরর্তীর্থ-ঘতি, পরর্তীর্থ হইতে সত্যপ্রজ্ঞ, সত্যপ্রজ্ঞ হতে প্রাজ্ঞতীর্থ শিষ্য-পরম্পরায় বিষ্ণুপাসনায় দক্ষিত হইয়াছিলেন । এই প্রাজ্ঞতীর্থ-যতি জ্ঞানে ও পাণ্ডিত্যে তদানীন্তন পারমার্থিক-সমাজে অদ্বিতীয় ছিলেন ; এমন কি, মায়াবাদিগণও প্রাজ্ঞতীর্থকে তাহাদের কেবলাদ্বৈত-মতে সদগুরুস্বরূপ জ্ঞান করিয়া সৰ্ব্বদা সশঙ্ক থাকিতেন । তত্ত্ববাদ গুরু-পরম্পরা মধবাচার্য্যের শিষ্য ত্রিবিক্রমাচার্য্যের পুত্র নারায়ণ পণ্ডিত বলেন যে, শঙ্করাচার্য্যের দেহত্যাগ-সময়ে পদ্মপাদাদি শঙ্কর-শিষ্য-সমূহ শঙ্করের নিকট উপস্থিত হইয়া স্ব-স্ব কৰ্ত্তব্য জিজ্ঞাসা করিলে কেবলাদ্বৈতবাদিগণের 疊 © assaar, শঙ্করাচাৰ্য্য শিষ্যগণকে জগতে কেবলাদ্বৈতবাদের • অত্যাচার প্রতিষ্ঠার জন্তই প্রযত্ন করিবার আদেশ প্রদান করেন। আরও বলেন যে, কেবলাদ্বৈতবাদের ভীষণ শত্রুস্বরূপ দ্বৈতসিদ্ধান্ত-পণ্ডিত প্রাজ্ঞতীর্থ-যতিকে যে কোন প্রকারে হউক, কেবলৈিদ্বত-মতে আনয়ন করিতে না পারিলে জগতে অপ্রতিহতভাবে কেবলাদ্বৈতবাদ প্রচারিত হওয়া সম্ভব নহে। গুরুর এইরূপ আদেশ ও অভিপ্রায় জ্ঞাত হইয়া পদ্মপাদাদি শিষ্যগণ প্রাজ্ঞ