পাতা:ভক্তিগানামৃত.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ సె3 } কুঞ্চিত লম্বিত কেশ, রঞ্জিত ত্যজিয়ে বেশ, লুণ্ঠিত পদে মহেশ, লাঞ্ছিত ৰূপে চন্দ্ৰম । শোভিতা নুমুণ্ডহারে, ক্ষোভিত নহে সমরে, অভীতা বিরাজ করে, ভাষিত। অসীম সীমা । অকৃতি বিকট ঘোরা, বিকৃত সঙ্কটপরা, ধৃত মুণ্ড আসি করা, রুধির-আবৃত। রমা ॥ মানস মহা অধম, তামস বাসনা মম, সুবিকাশ চন্দ্র সম, প্রকাশ করুণ উমা ॥ (१v' ) রাগিণী মুলত,নী। তাল ধিমাতেতাল । যার হৃদে আছে ব্রহ্মময়ী, তাহার কিবা সাধন । ঐকান্তিকে ভাব শ্বামী, বিফল সব পূজন ॥ জপ তপ য{গ যজ্ঞ, যে করে সে শু, মা অজ্ঞ, কালী মম সৰ্ব্ব যজ্ঞ, ভাব কালী শ্ৰীচরণ । কালী পদ ভাবে যেবা, তার কাল ভয় কিবা, মনে কর শু্যাম। সেবা, আর কিরে অকিঞ্চন ॥ যেই জন শ্বামী ধলে, ভক্তিভাবে নাহি জানে, কি ফল তার সাধনে, জড়ম্বর বিড়ম্বন । ব্রত করা উপবাসী, কিবা ফল একাদশী, মন মধ্যে এলো কেশী, সকল ফল কারণ ॥ হৃদে রাখ শ্বামা ভক্তি, চন্দ্র হৃদে যথা শক্তি, অনায়াসে হবে মুক্তি, অকাট্য শিব বচন ॥ ( ৭৯ ) রাগিণী জয় অয়ন্তী। তাল একতাল।। কাদম্বিনী এ কামিনী, দামিনী সুমান শোভা । কার ভামিনী শত্রুনাশিনী, মোহিনী অসীমপ্রভা ৷ লম্বিত মুকেশপাশ, ত্যজিয়ে স্থবেশ বাস,