পাতা:ভক্তিগানামৃত.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তি গানামৃত । ணை இை রাগিণী জয়জয়ন্তী । ভালভাল | অসার কণপনে মন ; কেন কর অনুরাগ r সংসারের সার যিনি, তাহাতে কেন বিরাগ ॥ অ সত্যেতে সত্য-ভণন, সত্যে হয় মিথ্যাজ্ঞান, সত্যের কর সন্ধান, ত্যজিয়া অসত্য-ভাগ । তীর্থভ্রমণ পুজন, ব্রত হোম উপোষণ, অনিত্য ফল কারণ, অশ্বমেধ জাদি যাগ । নিত্যানন্দ নিরাকার, প্রতিমা নাহিক যার, ভাব সেই নিৰ্ব্বিকার, কম্পনরে করি ত্যাগ । ( ১ ) রাগিণী ললিত। তাল জলদ্বতেতাল । অবশু মরণ মন । কেন না স্মরণ কর । বাসনাতে বদ্ধ হ’য়ে, বিষয়ে হলে তৎপর ॥ স্বপ্নসম পরিজন, জীবন যৌবন ধনু, ছত্ৰ দণ্ড সিংহাসন, ক্ষণেকে হবে অন্তর । কোথা রাজকাৰ্য্য তব, বিদ্যা বুদ্ধি ধন্যরব, কোথা বা রহিবে সব, ঐশ্বর্য্যের আড়ম্বর । অতএব বলি শুন, ভাব সত্য পুনঃ পুনঃ, যাবে রজস্তমোগুণ, পাবে নিত্য পরাৎপর • ( R. )