পাতা:ভক্তিগানামৃত.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

J ככל I একমাত্র এই কন্যা, পাইয়া হয়েছি ধন্য, গৌরীর মা বলে মামা, সবে ৰলে প্রশংসিয়ে । পাড়াপড়সি সকলে, নিদিয়ে কত না বলে, ' উমারে নাহি আনিলে, মহাপূজার সমুয়ে । করে কত তিরস্কার, গিরি পাঠাইবার বার, তাতেই শিব একে জার, বলেছে কত ভৎসিয়ে ॥ কত না মিনতি করে, এনেছি মা তোৰুে ঘরে, আয় দেখি চক্ষুভরে, থাক মা কোলে বসিয়ে। পাঠাইয়া তোর বাপে, এনেছি মা কোন ৰূপে, পাছে বা জামাই কোপে, কঁাপিতেfছ এ ভাবিয়ে ॥ একে ত সে ত্রিপুরারি, পাঠাতে ত্রিশূলধারী, তবু শিবে তুষ্ট করি, এনেছি কত কহিয়ে । তিন দিন বৈ থাকিবে না, বৎসরে আর আসিবে না, মায়ের প্রাণ যুড়াবে না, ক দিন তোরে দেখিয়ে ॥ যেমন তেমন করে, তিন দিন থাক ঘরে, চন্দ্র বলে এর পরে, গৌরী পঠাব বুঝিয়ে । । ( & ) রাগিণী দেশ মজার। তাল জলদ্বতেতাল । পঞ্চমী গেল ষষ্ঠী এলো, না এলো প্রাণের গৌরী ; ত্বরা করি যাও গিরি, জান তুৰি ত্রিপুরারি ॥ " শীঘ্ৰ গিয়ে কহ শিৰে, শিবানী কৰে আসিবে, বিচ্ছেদ দুঃখ নাশিৰে, সে চন্দ্ৰবদন হেরি । বোধনের আয়োজন, প্রস্তুত দেখ এখন, শুন্য দেখি এ ভবন, ধৈরষ-কে মনে ধরি । শিবের কি কব রীত, ভিনি ত মায়া ৰর্জিত, মায়ের মন তাপিত, জানে কি সে ত্রিপুরারি।